ছবি: সংগৃহীত
দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন হিরো আলম। গতকাল শনিবার (১৮ই অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।
হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন।
তিনি বলেন, ‘আর যদি কোনো দিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’
এদিকে, হিরো আলমের দুধ দিয়ে গোসল করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়া মনি। এ নিয়ে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। রিয়া মনি তার পোস্টে বলেন, ‘জাতির কাছে প্রশ্ন, দুধ দিয়ে গোসল করলে কী হয়?’
খবরটি শেয়ার করুন