রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

এসময় শাপলা খেলে যেসব উপকার পাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই জানেন না, আমাদের জাতীয় ফুল শাপলা যে খাওয়া যায়। শাপলা লবণ-মরিচ-তেঁতুল দিয়ে মাখিয়ে যেমন খাওয়া যায়, তেমনি তরকারি রান্না করেও খাওয়া যায়। আর এসময় শাপলা খেলে অনেক উপকার পাওয়া যায়। কেননা এতে রয়েছে পানি ও প্রচুর খাদ্যআঁশ। আরও আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও  অ্যান্টিঅক্সিডেন্ট। পর্যাপ্ত ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদিও পাওয়া যায় শাপলায়। চলুন জেনে নিই, এসময় শাপলা খেলে যেসব উপকার পাবেন-  

•  শাপলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়। পর্যাপ্ত ফাইবার গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাদের হজমজনিত নানাবিধ সমস্যা আছে তারা শাপলা খেতে পারেন। 

•  শাপলায় রয়েছে ভিটামিন সি। আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

•  শাপলা থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়। প্রোটিন শরীরের কোষ গঠন, ক্ষয়পূরণের জন্য প্রয়োজন। 

•  যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা শাপলা খেতে পারেন। কেননা  শাপলায় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। 

আরো পড়ুন : পানি সঠিকভাবে বিশুদ্ধ করার উপায় জানা আছে কি?

•  যকৃতের ক্ষতি প্রতিরোধ করে যকৃতকে সুস্থ রাখতে ভূমিকা রাখে শাপলা।

•  শাপলায় থাকা পর্যাপ্ত পানি ত্বকের কোষ গুলোকে সতেজ ও স্বাস্থ্যকর করে তোলে। তাই যারা মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে চান, তারা এসময় শাপলা খেতে পারেন। এমনকি চুলের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে শাপলা। 

• রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে শাপলা। এতে থাকা পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রাখে। এমনকি শাপলায়  থাকা ভিটামিন বি১ শরীরের শর্করাকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে। 

•  শাপলায় প্রয়োজনীয় বায়োটিনও পাওয়া যায়। বায়োটিন পানিতে দ্রবণীয় ভিটামিন। এটি শরীরের বিপাক ও কার্যক্ষমতার উন্নতি ঘটায়।

 •  শাপলায় থাকা ফ্লেভনল গ্লাইকোসাইট মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে।

•  স্নায়ু, পেশী, হার্টের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় ফুল শাপলা।

•  শাপলায় থাকা গ্যালিক অ্যাসিড ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

এস/কেবি

শাপলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন