শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিমের সব চিহ্ন কেন মুছে নিলেন নিরাপত্তারক্ষীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সচরাচর নিজের দেশের বাইরে বের হন না। নিজ দেশেও অনুষ্ঠিত কোনো আয়োজনে তিনি উপস্থিত হলেও পাওয়া যায় না তার কোনো ভিডিও ফুটেজ, রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বড়জোর কয়েকটি স্থিরচিত্র। বরাবরই নিজের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বেশ কড়াকড়ি মেনে চলেন তিনি। সেই ধারাবাহিকতার কোনো ব্যত্যয় হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠকের পর কিম জং উনের ব্যক্তিগত স্টাফরা বৈঠকের কক্ষটি নিখুঁতভাবে পরিষ্কার করেছে। চায়ের কাপ, টেবিল, চেয়ারের হাতল থেকে শুরু করে কিম জং উন ছুঁয়েছে এমন প্রতিটি জিনিস বিশেষ যত্নের সঙ্গে পরিষ্কার করা হয়েছে যাতে কোথাও কিমের কোনো চিহ্ন না থাকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে ক্রেমলিনের প্রতিবেদক আলেক্সান্দার ইউনাশেভ একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন, যাতে দেখা যায়, অত্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার করা হচ্ছে কিমের ব্যবহৃত কিংবা ছোঁয়া জিনিসপত্র। ওই রিপোর্টার বলেন, ‘বৈঠকের পর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সর্বোচ্চ নেতা-কর্মীরা এই কক্ষ থেকে তার সব চিহ্ন মুছে ফেলছেন, যেন তিনি কখনো এখানে আসেননি।’

বিশ্লেষকেরা বলছেন, বিদেশি গুপ্তচরদের নজর এড়াতেই এত কড়াকড়ি। শুধু যে যেসব স্থানে কিম গিয়েছেন কিংবা যেসব জিনিস কিম ছুঁয়েছেন তা-ই পরিষ্কার করা হয়েছে তা নয়, নিজের ব্যাপারে তথ্য গোপন করতে সুদূর উত্তর কোরিয়া থেকে টয়লেটও বহন করে এনেছেন কিম জং উন! এবারই প্রথম নয়, এর আগের বিদেশ সফরগুলোতেও ব্যক্তিগত টয়লেট নিয়ে গেছেন কিম। দক্ষিণ কোরীয় এবং জাপানি গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জাপানের নিক্কেই জানিয়েছে, কিমের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য যাতে ফাঁস না হয়, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমেরিকা-ভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া নেতৃত্ব বিষয়ক বিশ্লেষক মাইকেল ম্যাডেন বলেন, ‘বিশেষ টয়লেট, এর পাশাপাশি আবর্জনা, বর্জ্য ও সিগারেটের অবশিষ্টাংশ যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা, এমনকি বন্ধুসুলভ সংস্থার হাতে পৌঁছাতে না পারে, তা নিশ্চিতেই এই ব্যবস্থা নিয়েছে তারা।’

শুধু যে কিমের ব্যবহারের পরেই তার ব্যবহৃত জিনিস ও কক্ষ পরিষ্কার করে তার কর্মীরা এমন নয়। তার ব্যবহারের আগেও জিনিসপত্র সতর্কতার সঙ্গে পরিষ্কার করে তারা। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে বৈঠকের আগে, উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষীরা চেয়ার এবং ডেস্কে জীবাণুনাশক স্প্রে করে এবং পরিষ্কার করে। ২০২৩ সালে পুতিনের সঙ্গে আরেকটি শীর্ষ বৈঠকেও কিমের নিরাপত্তা দল ভালোভাবে চেয়ার টেবিল পরিষ্কার করে।

জে.এস/

কিম জং উন ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250