বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় আমেরিকান সেনারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন আমেরিকান সেনা ও বিমানবাহিনীর সদস্যরা। গত রোববার (১৮ই মে) শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ বুধবার (২১শে মে) সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সমুদ্রসৈকতে আমেরিকান সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রশিক্ষণের বেশ কিছু ছবি ও ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেককে আমেরিকান সেনাদের উপস্থিতি নেতিবাচকভাবে উপস্থাপন করতে দেখা যায়। কেউ কেউ গুজবও ছড়িয়েছেন।

তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী ও অগ্নিনির্বাপণকারী এ প্রশিক্ষণে অংশ নেন।

তানহারুল ইসলাম বলেন, আমেরিকান দূতাবাসের সহযোগিতায় আমেরিকান সেনা ও বিমানবাহিনীর সদস্যরা এ প্রশিক্ষণ দেন। আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা যায়, কক্সবাজারে ‘সুইফ্ট ওয়াটার রেস্কিউ ট্রেনিং’ কোর্স প্রশিক্ষণ দেন আমেরিকান সেনা ও বিমানবাহিনীর সদস্যরা। প্রশিক্ষণে জলোচ্ছ্বাস ও ফ্লাস ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। 

এতে আমেরিকান সেনাবাহিনীর পাঁচজন ও বিমানবাহিনীর দু'জন সদস্য ছিলেন। ২০২১ সালের নভেম্বর মাস থেকে তারা মেডিকেল রেসপন্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন।

সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে ‘সুইফ্ট ওয়াটার রেস্কিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। কোর্সটি ১৮ই মে শুরু হয়ে ২১শে মে ২০২৫ শেষ হয়। এ প্রশিক্ষণে জলোচ্ছ্বাস ও ফ্লাস ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। 

ইউএস অ্যাম্বাসি কর্তৃক কোর্সটির আয়োজন করা হয়। কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানী বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এইচ.এস/

কক্সবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250