ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান। তার বড় ছেলে জার্মানিতে থাকা অবস্থায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় সহায়তা চাইতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। দলটির সাংস্কৃতিক অঙ্গসংগঠন জিসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী হিসেবে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন।
রিনা খান এক ভিডিওবার্তায় জানান, রাজনৈতিক পরিচয়ের কারণেই তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বিএনপি করি বলেই আজ এ পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমরা ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছি এবং সেটি পেয়েছি। আজকে আমি খুব খুশি, খুশিতে চোখে পানি চলে আসছে।’
নিজেকে ‘নির্যাতিত সন্তানের মা’ হিসেবে পরিচয় দিয়ে রিনা খান বলেন, ‘আমি অভিনেত্রী সেলিনা সুলতানা রিনা খান। বিএনপি করার কারণে ২০০৯ সালে আমার ছেলে জার্মানিতে চলে যেতে বাধ্য হয়। সেখানে থাকলেও তার বিরুদ্ধে মামলা দিয়ে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এমনকি আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগেছিল। আমি বাসায় থাকতে পারতাম না, কোনো অনুষ্ঠানেও যেতে পারতাম না। বিটিভিতেও আমাকে আর ডাকা হতো না।’
ছেলের মামলার অবসান চেয়ে বিএনপির কার্যালয়ে উপস্থিত হওয়ার বিষয়ে রিনা খান বলেন, ‘আমি আজ বিএনপির অফিসে এসেছি আমার ছেলের নামে দায়ের করা মামলাটি তুলে নেওয়ার আবেদন করতে। সালাহউদ্দিন সাহেবসহ দলের অন্য নেতারা আমাকে অনেক সহায়তা করেছেন। আমি সকালে অনেক কাজ রেখে এখানে এসেছি, স্যার আমাকে সময় দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন।’
প্রসঙ্গত, রিনা খানের আসল নাম সেলিমা সুলতানা। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘সোহাগ মিলন’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় তার অভিষেক। খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করলেও পজিটিভ চরিত্রেও তাকে দেখা গেছে।
খবরটি শেয়ার করুন