শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

পিকে হালদারের ৫ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের স্বার্থ-সংশ্লিষ্ট  ৫ ব্যক্তির ব্যাংকের হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ব্যাংকের হিসাব ফ্রিজকৃত ব্যক্তিরা হলেন— অমল কৃষ্ণ দাস, মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ ও হাফিজা রহমান। 

দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক সালাউদ্দিন তাদের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

আবেদনে বলা হয়, রিলায়েন্স ফাইন্যান্স ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগকারীরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।  ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিডেট কর্তৃক ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি.’ এবং ‘সিমটেক্স টেক্সটাইল লিমিটেডের নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১২১.৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে। উল্লিখিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবগুলো দ্রুত ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে পরবর্তীকালে উল্লিখিত হিসাবে জমাকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এসি/কেবি

ব্যাংক হিসাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন