শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

সংস্কার নিয়ে জরিপ করবে সরকার

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৫

#

বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে 'সংস্কারের নামে কালক্ষেপণের' অভিযোগের মধ্যে সংস্কার নিয়ে জনমত জরিপ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বৃহস্পতিবার (৮ই মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে।

জানা যায়, সংস্কারপ্রক্রিয়ায় রাজনৈতিক দলের পাশাপাশি মানুষের অংশগ্রহণ বাড়াতে জরিপ করার বিষয়টি আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে দুই-তিন দিনের মধ্যে কারিগরি সহায়তা দলের সঙ্গে আলাপ শুরু হতে পারে।

দুই ধরনের জরিপের চিন্তাভাবনা করা হচ্ছে। হাউসহোল্ড সার্ভে অর্থাৎ মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে জরিপ করা হবে। পাশাপাশি অনলাইনেও জরিপ হবে।

সংস্কার নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত ২০শে মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শুরু হয়। এ পর্যন্ত ২৭টি দলের সঙ্গে সংলাপ করেছে কমিশন। আগামী ১৫ মে’র মধ্যে প্রথম ধাপের সংলাপ শেষ করতে চায় কমিশন। এরপরই দ্বিতীয় ধাপের সংলাপ করবেন তারা।

সংলাপের দ্বিতীয় পর্ব কবে এবং কীভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষ নাগাদ দ্বিতীয় পর্বের সংলাপ শুরু হতে পারে বলে সূত্রে জানা গেছে।

তবে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল বলছে, মানুষ গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে না দিলে দেশে স্থিতিশীলতা ফিরবে না। সংস্কারের নামে 'কালক্ষেপণ' করলে দেশ আরো অস্থিতিশীল হতে পারে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের।

বৃহস্পতিবার রাজধানীতে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিও সংস্কার চায়। দুর্ভাগ্যজনকভাবে সরকারের কিছু ব্যক্তি এটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। প্রতিদিন নতুন নতুন সংস্কারের তালিকা তৈরি করে পরিস্থিতিকে জটিল করে তোলা হচ্ছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা ও কমিশনপ্রধান মুহাম্মদ ইউনূস তাগিদ দেন। তিনি প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

এইচ.এস/

সংস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250