বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

টোকিওতে বাংলাদেশ ও জাপানের এফওসি বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১০ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরের আগে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৫ই মে) টোকিওতে ষষ্ঠ পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. নজরুল ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং জাপানের প্রতিনিধিত্ব করবেন সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী আকিহিরো সুকি। খবর বাসসের। আগামী ২৮শে মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরের আগে এফওসি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, বাংলাদেশে জাপানি বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক কৌশল, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তাসহ ব্যাপক দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন পরামর্শ বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং সচিব (পূর্ব) ড. নজরুল ইসলামের সঙ্গে এর মধ্যে আলাদা বৈঠক করেছেন। 

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানি রাষ্ট্রদূত বলেন, আলোচনার সময় উভয় পক্ষ অর্থনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ-সুবিধার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।

প্রসঙ্গত, বাংলাদেশ-জাপান এফওসির পূর্ববর্তী (পঞ্চম) রাউন্ড ২০২৪ সালের জুনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

এইচ.এস/

বাংলাদেশ-জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন