বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** শীতে পিঠ ব্যথা করে—টাইম ম্যাগাজিনকে তারেক রহমান *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

এগিয়ে গিয়েও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ছবি: হকি ফেডারেশন

পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছে ৬-৪ গোলে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।

চীনের ডাজুতে প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন দ্বীন ইসলাম। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ইসমাইল হোসেনের গোলে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ দিয়ে সমতা ফেরায় জাপান। তবে ৩০ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহর গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জমে উঠে খেলা। ৪৬ মিনিটে জাপান সমতা ফেরালেও ৪৭ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৪-৩ করেন অমিত হাসান। সেই লিড আর বাংলাদেশ ধরে রাখতে পারেনি। শেষ ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৩ই জুলাই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। নারী বিভাগে টপ ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে কাজাখস্তানের বিপক্ষে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও একে অপরের মুখোমুখি হবে তারা।

জে.এস/

পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250