গ্রেপ্তার মো. রিয়াদ। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলার এক কিশোরীকে অপহরণের ৫০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মো. রিয়াদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (২২শে জুলাই) উদ্ধার কিশোরী ও অভিযুক্ত যুবককে আদালতে হাজির করে পুলিশ। পরে কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। একই সঙ্গে যুবক রিয়াদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর একটি দল টাঙ্গাইলের গোড়াই এলাকা থেকে গত রোববার রাতে কিশোরীকে উদ্ধার এবং রিয়াদকে গ্রেপ্তার করে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।’
অভিযুক্ত রিয়াদ ঠাকুরগাঁও শহরের খালপাড় ভিআইপি মোড় এলাকার বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১লা জুন বিকেলে ওই কিশোরী বাসা থেকে বের হলে অভিযুক্ত রিয়াদ বন্ধুত্বের সুযোগে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং সময়ক্ষেপণ করতে থাকেন। পরে কিশোরীর পরিবার ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করে।
খবরটি শেয়ার করুন