বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

অভিনয় ছাড়াও যে নেশায় মাতাল ছিলেন ফারুক আহমেদ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনের প্রিয়মুখ ফারুখ আহমেদ । শুধু অভিনয় নয় শিল্পের আরও কয়েকটি শাখা-প্রশাখায় রয়েছে তার বিচরণ। কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় তার ছিল নিয়মিত উপস্থিতি।

তার লেখার হাত অসাধারণ। এখন তিনি প্রায়ই সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেন। তার লেখা বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি পাঠকের কাছ থেকে বেশ প্রশংসিতও হয়েছে। সম্প্রতিক আলোচিত ছাগলকাণ্ড নিয়েও তিনি একটি লেখা লিখে সবার দৃষ্টি কেড়েছেন।

৪ঠা জুলাই বৃহষ্পতিবার ফারুক আহমেদ ব্যক্তি জীবনের একটি ফেলে আসা স্মৃতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এর বিষয়বস্তু ফারুক আহমেদের আবৃত্তি জীবন।

আরো পড়ুনঅভিনয় ছাড়ছেন দীপিকা!

স্ট্যাটাসে ফারুক আহমেদ আবৃত্তিকে তার ‘নেশা’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘একসময় আবৃত্তি করার নেশা ছিল আমার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়তাম। অথচ আবৃত্তির নেশা। সহপাঠীরা হাসাহাসি করতো আমার পাগলামি দেখে। কেউ কেউ বলতো, তুই বাংলা ডিপার্টমেন্টে চলে যা। আমি বলতাম, কেন ভূগোলে পড়ে আবৃত্তি করা কি পাপ? শত কথা বলেও কেউ আমাকে আবৃত্তি করা থেকে ফেরাতে পারেনি। আমি হলে আমার রুমে চিৎকার করে আবৃত্তি চর্চা করতাম। আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি কম্পিটেশন পুরস্কারও পেয়েছি অনেকবার।’

তিনি আরো লেখেন, ‘এসব এখন শুধুই স্মৃতি। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ২০১২ সালের দিকে শুধু শখের বসে একটি আবৃত্তির অ্যালবামও বের করে ছিলাম। ব্যস্ততার কারণে এখন আর আবৃত্তি করা হয় না। হঠাৎ আজ মনে হলো আবার একটা আবৃত্তির এলবাম বের করব। দেখা যাক কি হয়।’

অভিনেতা ফারুক আহমেদের স্ট্যাটাসে বোঝা যাচ্ছে ছাত্রজীবনে তিনি আবৃত্তির নেশায় ডুবে ছিলেন। 

এসি/

অভিনয় ফারুক আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250