সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারা গাজায় জঘন্য যুদ্ধাপরাধ ঘটতে থাকলেও তা ঠেকাতে পারছে না। আমাদের সরকারগুলো যখন তাদের আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে, তখন আমরা পদক্ষেপ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে তা করার চেষ্টা করেছি।

গত সোমবার (৬ই অক্টোবর) ইসরায়েলের আটক অবস্থা থেকে ছাড়া পেয়ে গ্রিসে যাওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে তিনি গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান হামলা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিষয়টি তুলে ধরেন।

থুনবার্গ বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি, সেখানে গণহত্যা চলমান আছে।’ ইসরায়েলের কারাগারে নির্যাতন নিয়ে তিনি জানান, তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে ও কারাগারে নির্যাতন করা হয়েছে, তা নিয়ে অনেক দীর্ঘ সময় ধরে কথা বলতে পারবেন তিনি। তবে গল্প এটা না।

থুনবার্গ বলেন, সেখানে (গাজায়) যা হচ্ছে তা হলো, ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে, একটি পুরো জাতিকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে। তারা গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখে পরিস্থিতি আরও খারাপ এবং তীব্র করে তুলছে। গাজায় মানুষ যখন অনাহারে আছে, তখন সেখানে মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টায় বাধা দিয়ে তারা আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এর আগে থুনবার্গ (২২) ইসরায়েলের আটক অবস্থা থেকে ছাড়া পেয়ে গ্রিসে যাওয়ার পর ফিলিস্তিনপন্থী উল্লসিত জনতা তাকে বরণ করে নেয়। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ১৬১ জন আন্দোলনকারী একটি ফ্লাইটে এথেন্সে এসে পৌঁছান। তাদের মধ্যে থুনবার্গও আছেন। অন্যদের মধ্যে গ্রিসের ২৭ এবং আরও প্রায় ২০ দেশের নাগরিকরা রয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, সোমবার তারা থুনবার্গসহ ৭১ আন্দোলনকারীকে বহিষ্কার করেছে। থুনবার্গ ও বিশ্বের বিভিন্ন দেশের চারশরও বেশি অধিকার আন্দোলনকারী ৪০টিরও বেশি নৌযান নিয়ে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষকবলিত ছিটমহল গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

কিন্তু তাদের নৌযানগুলো ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী সেগুলোর গতিরোধ করে এবং প্রায় ৪৭৯ আন্দোলনকারীকে আটক করে। তারপর থেকে এ পর্যন্ত ৩৪১ আন্দোলনকারীকে তুরস্ক, গ্রিস, জর্ডানসহ নিকটবর্তী দেশগুলোয় পাঠিয়ে দেওয়া হয়েছে।

জে.এস/

গ্রেটা থুনবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250