শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: বিবিসি

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত আমেরিকান বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।

আজ বুধবার (১০ই সেপ্টেম্বর) বিবিসি নিশ্চিত করেছে, অন্তত ১০ জন গ্যাং সদস্য বর্তমানে ‘ইউজি সলিউশনস’ নামে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে গাজায় কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর নিরাপত্তা দিচ্ছে। ইতিপূর্বে গাজার ওই ত্রাণ কেন্দ্রগুলোতে ভিড় ও গুলিবর্ষণের ঘটনায় শত শত হতাশ মানুষ নিহত হয়েছেন।

বিবিসির তদন্তে দেখা গেছে—গ্যাংটির নেতা জনি মালফোর্ড একসময় আমেরিকার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে গাজায় ইউজি সল্যুশনসের চুক্তি কার্যক্রম পরিচালনা করছেন। গ্যাংটির আরও অন্তত তিনজন শীর্ষ সদস্য—ল্যারি জ্যারেট, বিল সিবে এবং প্রতিষ্ঠাতা সদস্য রিচার্ড লফটন—গাজায় নিরাপত্তার দায়িত্বে আছেন।

ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব ২০০৬ সালে ইরাক যুদ্ধ থেকে ফেরা আমেরিকান সেনাদের দ্বারা গঠিত হয়েছিল। তারা নিজেদের ‘আধুনিক ক্রুসেডার’ মনে করেন এবং প্রতীক হিসেবে ক্রুসেডার ক্রস ব্যবহার করেন। গ্যাংটি অতীতে রমজান মাসে শূকর ভোজের আয়োজনসহ প্রকাশ্যে ইসলামবিরোধী নানা কর্মকাণ্ড করেছে। তাদের ফেসবুক পেজেও নিয়মিত ইসলামবিদ্বেষী বক্তব্য ছড়ানো হচ্ছে।

‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ নামে আমেরিকান মুসলিম অধিকার সংস্থার উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল এই পরিস্থিতিকে ‘কু ক্লাক্স ক্ল্যানকে (কৃষ্ণাঙ্গ বিরোধী গ্যাং) সুদানে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার সমান’ বলে উল্লেখ করেছেন। তার মতে, এই ধরনের সিদ্ধান্ত সহিংসতার পথ তৈরি করেছে, যার প্রমাণ গাজার সাম্প্রতিক প্রাণহানি।

অভিযোগ রয়েছে, ইউজি সল্যুশনসের কিছু নিরাপত্তাকর্মী ভিড় নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে। তবে প্রতিষ্ঠানটি তা অস্বীকার করে দাবি করেছে—শুধু সতর্কতামূলক গুলি ব্যবহার করা হয়েছে। তারা আরও দাবি করছে, তাদের সব কর্মী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে নিয়োগপ্রাপ্ত।

জাতিসংঘের তথ্যমতে, গত মে মাসের শেষ সপ্তাহ থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত গাজায় ত্রাণ কেন্দ্রগুলোর কাছে অন্তত ১ হাজার ১৩৫ মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্ষুধার্ত নারী ও শিশু। জাতিসংঘ জানিয়েছে, এর বড় অংশই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

ইউজি সলিউশন প্রতিদিন একজন কর্মীকে প্রায় ৯৮০ ডলার এবং টিম লিডারদের ১ হাজার ৫৮০ ডলার পর্যন্ত পারিশ্রমিক দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসলামবিদ্বেষী গ্যাং সদস্যদের এমন সংবেদনশীল দায়িত্বে নিয়োগ গাজায় মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বাইকার গ্যাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250