বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

ডিমের সিন্ডিকেট রুখতে অভিযান, খামারিকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ডিমের দাম বৃদ্ধির অভিযোগ তুলছেন ভোক্তাসহ সাধারণ ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণসহ সিন্ডিকেটের বলয় ভাঙতে তৎপরতা বাড়িয়েছে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। 

রংপুরে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরুর পরও থামানো যাচ্ছে না সিন্ডিকেট। গতকাল মঙ্গলবার (২২শে অক্টোবর) বিকেলে ডিমের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রংপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকায় ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি ফার্মে অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ওই পোল্ট্রি ফার্মকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরা উপকূলে শুরু হয়েছে বৃষ্টি, প্রস্তুত ১৬২টি সাইক্লোন শেল্টার

রংপুর মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, বর্তমানে বাজারে ডিমের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। বাজারে অভিযান চালানো হলে ব্যবসায়ীরা খামার পর্যায়ে দাম বেশি নেওয়ার অভিযোগ তোলেন। তার প্রেক্ষিতে সদরের বড় ডিম উৎপাদনকারী ভিআইপি শাহাদত পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে অভিযান চালানো হয়।

এ ধরণের অভিযান অব্যবহৃত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, সরকার প্রতি পিচ ডিম ১০ টাকা ৫৮ পয়সা মূল্য নির্ধারণ করেছে। কিন্তু ওই পোল্ট্রি ফার্ম সরকার নির্ধারিত মূল্য মানছে না। তারা তার চেয়েও বেশি দামে ডিম বিক্রি করছেন। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফার্মের মালিককে সতর্ক করা হয়েছে।

এসি/কেবি

ডিমের সিন্ডিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন