রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চার জেলায় ভারি বৃষ্টি ও প্রচণ্ড বজ্রপাতের পূর্বাভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রোববার (২৯শে সেপ্টেম্বর) সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। 

রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লিখেন, রোববার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও তিনি লিখেন, সকাল ৬টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে বগুড়া, সিরাজগন্জ, জামালপুর ও শেরপুর জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শুধু মনে হতো, আমি ভুল করেছি : ঋতাভরী

অপরদিকে শনিবার (২৮শে সেপ্টেম্বর) রাতে ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, মঙ্গলবার (১লা অক্টোবর) থেকে বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রা কমতে পারে।

বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এসি/ আই.কে.জে/

বজ্রপাত ভারি বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন