রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হলিউড ছেড়ে দুবাইয়ে লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’খ্যাত এ তারকা ২০১৪ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেস ছেড়ে স্থায়ীভাবে দুবাইয়ে বসবাস করতে শুরু করেন। এখনো তিনি তার পরিবারকে নিয়ে সেখানেই থাকছেন। দুবাইয়ে স্থায়ী হওয়া বা ভবিষ্যতে লস অ্যাঞ্জেলেসে ফিরে আসা প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন এ আমেরিকান তারকা।

সম্প্রতি এলি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার লস অ্যাঞ্জেলেসে ফিরে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই। বর্তমানে তিনি দুবাইয়ের জীবনকে উপভোগ করছেন এবং সেখানে থাকাই তার ও তার পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন।

এ অভিনেত্রী বলেন, ‘দুবাইয়ের জীবন আর লস অ্যাঞ্জেলেসের জীবন পুরো আলাদা। লস অ্যাঞ্জেলেসে এটা কঠিন। এমনকি আমার ছেলেকে সেখানে পার্কে নিয়ে গেলেও আমি চাপে থাকি। সবসময় মনে হয়, আশপাশে কোনো ক্যামেরা নেই তো!’ তিনি জানান, সবসময় মিডিয়ার নজর ও অতিরিক্ত প্রচারের চাপ তাকে সেখানে অস্বস্তিতে ফেলে দেয়।

নিউইয়র্ক সিটির প্রসঙ্গ টেনে লিন্ডসে আরও বলেন, ‘তবে নিউইয়র্কে কেউ আমাদের বিরক্ত করে না। সেখানে প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত। নিউইয়র্কে এক ভিন্ন ধরনের শক্তি আছে, যেটা আমি লস অ্যাঞ্জেলেসের চেয়ে বেশি পছন্দ করি।’

ভবিষ্যতে কোথায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, এ  সম্পর্কে অভিনেত্রী জানান, ছেলের ভবিষ্যৎ শিক্ষার কথা মাথায় রেখেই তারা পরবর্তী পরিকল্পনা করবেন। 

প্রসঙ্গত, বর্তমানে ক্যামেরার সামনে আবারও সক্রিয় হয়ে উঠেছেন লিন্ডসে লোহান। সম্প্রতি তিনি নেটফ্লিক্সের কয়েকটি রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছেন, যা শিগগিরই মুক্তি পাবে।

এইচ.এস/

হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন