ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তার ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের পর দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বৈঠকটি সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে, এই ফোনালাপের এক দিন পরই ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সেখানে জেলেনস্কি আবারও যুক্তরাষ্ট্রের কাছে টোমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এই অস্ত্র ইউক্রেনকে রাশিয়ার ভেতরের আরও গভীর এলাকায় হামলা চালাতে সক্ষম করবে।
ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, শুক্রবার (১৭ই অক্টোবর) ওভাল অফিসে জেলেনস্কিকে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। তিনি আরও লিখেছেন, ‘আজকের টেলিফোন আলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে আমি বিশ্বাস করি।’
ট্রাম্প আরও জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা বৈঠক করবেন, যাতে তার ও পুতিনের পরবর্তী সাক্ষাতের প্রস্তুতি নেওয়া যায়। আলাস্কায় আগস্ট মাসে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর এটিই দুই নেতার প্রথম প্রকাশ্য ফোনালাপ।
জে.এস/
খবরটি শেয়ার করুন