বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির *** ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের *** ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান *** শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার *** বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল *** নারীরা কখনো জামায়াতের আমির হতে পারবেন না: শফিকুর রহমান *** জামায়াতের নারী ও পুরুষ কর্মীরা ২০টি করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন: নয়ন *** ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান *** ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ *** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা

চাঁদাবাজদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছেন ছাত্র-জনতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন হওয়ার আগে দেশের বিভিন্ন স্থানে চলছে হামলা, ভাঙচুর, লুটপাট। রাজধানীসহ নানা জায়গায় চাঁদাবাজির ঘটনাও ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন লোকজন চাঁদা নেওয়ার চেষ্টা করছে। তবে ছাত্র-জনতা খবর পেলেই তাদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছেন।

বুধবার (৭ই আগস্ট) রাজধানীতে এমন দুটি ঘটনার খবর পাওয়া গেছে। একটি ঘটনা পুরান ঢাকার লালকুঠি ঘাটসংলগ্ন এলাকায় হয়েছে। চাঁদাবাজি করা অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ছাড়াতে আসা যুবদল পরিচয়দানকারী আরেক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে এই দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা।

চাঁদা নিতে আসা আরেকজনকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর আগারগাঁও এলাকায়। অন্যদিকে গত কয়েকদিন ধরে রাজধানীর বেশ কিছু এলাকায় রাতে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুর, ইসিবি চত্বরসহ বেশ কয়েকটি এলাকায় লোকজন রাত জেগে পাহারা বসিয়ে ডাকাত ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছেন। 

সদরঘাটে চাঁদাবাজ ও তার সহযোগীকে আটকের বিষয়ে জানা গেছে, বুধবার (৭ই আগস্ট) বিকেল সাড়ে ৫টায় লালকুঠি ঘাটে চাঁদাবাজরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা ঢাকা কলেজিয়েট স্কুলের সাত শিক্ষার্থীর ওপর হামলা করে। পরে খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদরঘাটে গিয়ে একজন চাঁদাবাজকে আটক করে ক্যাম্পাসে তুলে নিয়ে আসেন। পরে ক্যাম্পাসের মূল ফটকের সঙ্গে তাকে কিছুক্ষণ বেঁধে রাখেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

জানা যায়, সদরঘাট এলাকায় ওই ব্যক্তিসহ আরও কয়েকজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছিল। ওই এলাকায় শরবত বিক্রি করা একজন সদরঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের খবর দেন। শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা করে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখে চাঁদাবাজরা। 

শিক্ষার্থীদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের জানালে তারা চাঁদাবাজদের একজনকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরবর্তী সময় চাঁদাবাজকে ছাড়াতে আসেন আরেক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা বলে পরিচয় দেন। তারপর উভয়কেই সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ছাড়াতে আসা ব্যক্তির নাম হাসান। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। তবে আটক অপর ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে আগারগাঁও কৃষি বিশ্বিবদ্যালয়ের পাশে ফুটপাতের দোকান থেকে চাঁদা তোলার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। তার কাছ থেকে চাঁদার টাকা উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় তাকে।

এস/ আই.কে.জে/

সেনাবাহিনী ছাত্র-জনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250