বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

চট্টগ্রাম অঞ্চলে আমন উৎপাদনে রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে চট্টগ্রাম কৃষি অঞ্চলে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। আবাদ হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে। কৃষকের ঘরে গেছে ৫ লাখ ৭২ হাজার ৯২৬ হেক্টর জমির ধান। এই ধান থেকে পাওয়া গেছে ১৬ লাখ ৪৬ হাজার ৫২২ টন চাল।

২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৫ হাজার টন চাল। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয় ১৫ লাখ ৬৯ হাজার ৪৬ টন, ২০২০-২১ অর্থবছরে ১৫ লাখ ৯২ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে ১৬ লাখ ২৫ হাজার ১ টন এবং ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয় ১৬ লাখ ১ হাজার ৭৮৪ টন চাল।

ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে এ অঞ্চলে ৬ হাজার ৮১৪ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি লক্ষ্মীপুর জেলায় ৫ হাজার ১৩৩ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় চলতি মৌসুমে ৫ লাখ ৭৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪৮ হেক্টর কম। 

আরো পড়ুন: এক বছরে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদনের রেকর্ড

চট্টগ্রামে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ১৬ লাখ ৫৬ হাজার ২৪৪ টন চাল। ১৩ হাজার ৯৩৮ হেক্টর জমিতে হাইব্রিড জাতের চাল উৎপাদন হয়েছে ৫৫ হাজার ৫৬৯ টন। ৪ লাখ ৯৭ হাজার ৯৯৯ টন উফশী জাতের আমন ধানে ১৪ লাখ ৮৯ হাজার ৭৭৩ টন চাল উৎপাদন হয়েছে। ৬০ হাজার ৯৮৯ হেক্টর স্থানীয় জাতের আমন ধানে উৎপাদন হয়েছে ১ লাখ ১ হাজার ১৮০ টন চাল।

চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৭৯ হাজার ৯৪০ হেক্টর আমন ধানের চাষাবাদ হয়েছে। কাটা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯০২ হেক্টর ধান। উৎপাদন হয়েছে ৫ লাখ ১৩ হাজার ১৩ টন চাল। নষ্ট হয়েছে প্রায় ৩৮ হেক্টর জমির ধান। হাইব্রিড জাতের চাল হেক্টর প্রতি গড় উৎপাদন ৪.৫ টন, উফশী ২.৯৯ টন এবং স্থানীয় জাতের উৎপাদন ১.৬৫ টন। কক্সবাজার জেলায় ৭৮ হাজার ১৮৫ হেক্টরের মধ্যে কাটা হয়েছে ৭৭ হাজার ৮০৭ হেক্টর জমির ধান। নষ্ট হয়েছে প্রায় ৩৭৮ হেক্টর জমির ধান। উৎপাদন হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৫০ টন চাল।

চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় আমন ধান কাটা শেষ। বিগত অর্থবছরের তুলনায় চলতি মৌসুমে আমন উৎপাদন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের কিছু ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

চট্টগ্রাম আমন ধান রেকর্ড উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন