সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সম্পত্তির জন্য মাকে ৩ মাস ঘরবন্দি, উদ্ধার করলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধ মাকে তিনমাস যাবৎ ঘরে বন্দি করে রেখেছিল তার সন্তানরা।

খবর পেয়ে শুক্রবার (১৬ই আগস্ট) সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এ সময় তার ৮ সন্তানকে আটক করা হয়।

জাহানারা বেগমের ৯ ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই কাণ্ড করেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গোর্কণঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার ও তার ৮ সন্তানকে আটক করে। এ সময় আটক সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা চান। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার গণমাধ্যমকে জানান, সম্পত্তির জন্য জাহানারা বেগমকে তিনমাস বন্দি করে রাখা হয়েছিল। পাশাপাশি তাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া ও হত্যার হুমকি দিয়ে আসছিল। পরে ভুল বুঝতে পারায় এবং জাহানারা বেগমের অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওআ/  আই.কে.জে

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন