ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণেরও নির্দেশ দিয়েছে। খবর বাসসের।
এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট ও পেট্রোলিং চলমান রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ৯৪টিসহ সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ২৮১টি টহল দল মোতায়েন থাকবে।
তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রোববার, ২৮শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে র্যাব-এর দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। পূজার নিরাপত্তা প্রস্তুতি হিসেবে র্যাব-এর বিভিন্ন আওতাধীন পূজামণ্ডপ এবং তৎসংলগ্ন এলাকায় টহল ও বিশেষ চেকপোস্ট স্থাপন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাসংক্রান্ত তদারকির কার্যক্রম শুরু করা হয়েছে।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, দুর্গোৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দারা তৎপর রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন সংস্থার ৪৩০ প্লাটুন সদস্য।
বিজিবির আওতাধীন ২ হাজার ৮৫৭ টি পূজামণ্ডপসহ সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২৮শে সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের পূজামণ্ডপে আনসার বাহিনীর দুই লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে।
আজ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২রা অক্টোবর পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ হবে।
এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এ বছর ১ হাজার ৮৯৪ টি বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং বিজয়া শোভাযাত্রার আয়োজন থাকবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন