বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

ফেডারেল ফান্ড রেটের ভিত্তিতে হবে ডলারের ফরোয়ার্ড মূল্য নির্ধারণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যাংকগুলোকে ফরোয়ার্ড মূল্যে ডলার কেনাবেচা করার ক্ষেত্রে দর নির্ধারণে আমেরিকার পলিসি রেট বা ফেডারেল ফান্ড রেটকে বিবেচনায় নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৬শে জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলো ফরোয়ার্ড বিনিময় হার বা ফরোয়ার্ড মূল্যে আলোচিত পলিসি রেটগুলোর চেয়ে বেশি প্রিমিয়াম নিতে পারবে না। এসব পলিসি রেট হবে- মার্কিন ডলারের ক্ষেত্রে ফেডারেল ফান্ড রেট, ইউরোর ক্ষেত্রে মেইন রেফারেন্সিং রেট, ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট, জাপানি ইয়েনে ওভারনাইট কল রেট, চীনের ইউয়ান-এ লোন প্রাইম রেট বা এলপিআর।

বৈদেশিক মুদ্রার বাজারে নিয়মতান্ত্রিক শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখিত ফরোয়ার্ড মূল্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ঘোষিত স্পট রেটের সঙ্গে প্রযোজ্য হবে। ফরোয়ার্ড চুক্তির দ্রুত নিষ্পত্তির জন্য প্রকৃত মেয়াদের ভিত্তিতে প্রিমিয়াম সমন্বয় করতে হবে।

আরও পড়ুন: অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে সারা বছরই

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্র গণমাধ্যমকে জানায়, এখন থেকে ব্যাংকগুলো চাইলে যেকোনো সময়ের জন্য ফরোয়ার্ড ডিল করতে পারবে। আগের নির্দেশনায় ব্যাংকগুলোকে সর্বোচ্চ ৩ মাস ফরোয়ার্ডে ডলার কেনাবেচা করতে পারতো। এখন থেকে যেকোনো সময়সীমার জন্য ফরোয়ার্ড ডিল করা যাবে।

শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগে ফরোয়ার্ড ডিল করার ক্ষেত্রে ট্রেজারি বিলের স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) হার বিবেচনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন 'স্মার্ট' এর কোনো কার্যকারিতা না থাকায় ব্যাংকগুলো ফরোয়ার্ড ডিলের প্রিমিয়াম নির্ধারণে সমস্যায় ছিল। এসব কারণে নতুন করে নির্দেশনা দেওয়া হলো।

এসি/কেবি

ফেডারেল ফান্ড রেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250