বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

নির্বাচনী গণসংযোগ কার্যত্রুম জোরদারে জাসাসের মনিটরিং সেল গঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) একটি মনিটরিং সেল গঠন করেছে।  এ কমিটির মেয়াদ আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (১৪ই জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২২ সদস্যবিশিষ্ট মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাকির হোসেন রোকন ও সদস্যসচিব হয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির এবং অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন এসএম মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মো. বিল্লাল হোসেন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মো. মিজানুর রহমান, আব্দুল জাব্বার, আহসান হাবিব, শফিকুল হাসান রতন, শওকত আজিজ, আনোয়ার হোসেন আনু, মো. কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।

জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও মনিটরিং সেলের আহ্বায়ক জাকির হোসেন রোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক পর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরো জোরদার করতে এই মনিটরিং সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সেলের মূল লক্ষ্য।

তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনে জাসাসের নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে গণসংযোগে সাধারণ মানুষের সামনে হাজির হব।

জে.এস/

জাসাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250