পার্থ মজুমদার ও মেজবাহ আহমেদ। ছবি: সংগৃহীত
নিজের ভুলের জন্য সংগীতশিল্পী ও সংগীত পরিচালক পার্থ মজুমদারের কছে ক্ষমা চেয়েছেন গজলশিল্পী মেজবাহ আহমেদ। গতকাল শনিবার (২১শে জুন) এক অডিও বার্তায় নিজের ভুল স্বীকার করেছেন শিল্পী মেজবাহ আহমেদ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যা ঘটেছে, তা একটি অনাকাঙ্ক্ষিত ভুল।
গত শুক্রবার (২০শে জুন) বিকেলে ফেসবুকে পার্থ মজুমদার জানান, ফোন করে মেজবাহ আহমেদ তার সঙ্গে আপত্তিকর ব্যবহার করেন, এমনকি গায়ে হাত তোলার হুমকিও দেন। পার্থ মজুমদার জানান, শুক্রবার সকালে মেজবাহ আহমেদ ফোন করে তাকে এবং তার ছোট ভাই সুরকার ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে আপত্তিকর কথা বলেন।
পার্থ ও বাপ্পা ক্ল্যাসিক্যাল মিউজিক না করে ব্যান্ড মিউজিক করায় তাদের নিয়ে কটূক্তি করেন। এমনকি একপর্যায়ে পার্থকে ‘থাপড়াবেন’ বলেও হুমকি দেন।
এ ঘটনার বিবরণ দিয়ে গত শুক্রবার বিকেলে ফেসবুকে পোস্ট দেন পার্থ মজুমদার। সেই পোস্টে সংগীতশিল্পীদের অনেকে মেজবাহ আহমেদের এমন আচরণের নিন্দা জানান এবং এ বিষয়ে পার্থকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপর কয়েকজন সংগীতশিল্পী উদ্যোগ নিয়ে ঘটনার সুরাহা করতে মেজবাহ আহমেদকে মগবাজারের একটি স্টুডিওতে ডাকেন।
পার্থ বলেন, ‘সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, যেটা সবার জন্য মঙ্গল, সেটাই মেনে নেব।’ কিন্তু শেষ পর্যন্ত মেজবাহ ওই দিন স্টুডিওতে যাননি, বরং পরদিন শনিবার সকালে পার্থ মজুমদারের কাছে একটি অডিও বার্তা পাঠিয়ে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন এবং এটি একটি দুর্ঘটনা হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন।
খবরটি শেয়ার করুন