রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা *** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের

ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

কপিল শর্মা এ সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। তবে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান তিনি নন। ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান ‘কিং অব কমেডি’ নামে সুপরিচিত দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম। খবর হিন্দুস্তান টাইমসের।

আলোচিত এ অভিনেতা এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি সিনেমা করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘ডিএনএ’ ও ‘মানিকন্ট্রোল’-এর হিসাব অনুযায়ী, তিনি ছয় কোটি ডলারের বেশি সম্পদের মালিক, যা ৫০০ কোটি রুপির বেশি। কমেডিয়ানদের মধ্যে সম্পদের দিক থেকে ব্রহ্মানন্দমের কাছাকাছি আছেন কেবল কপিল শর্মা (৩০০ কোটি রুপি)।

ব্রহ্মানন্দম যে কেবল কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী তা নয়; অনেক অভিনেতার চেয়ে তার সম্পদের পরিমাণ বেশি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে তার সম্পদ রণবীর কাপুর (৩৫০ কোটি রুপি), প্রভাস (৩০০ কোটি রুপি) এমনকি রজনীকান্তের (৪০০ কোটি রুপি) চেয়েও বেশি।

ব্রহ্মানন্দম অভিনয়ে আসার আগে ছিলেন এপি কলেজের প্রভাষক। ১৯৮০-এর দশকে তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তার টিভিতে, ১৯৮৭ সালে বড় পর্দায় অভিষেক হয়। ‘আহ না পেল্লান্তা’ তার প্রথম হিট সিনেমা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ধীরে ধীরে তার জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে, পরিচিতির দিক থেকে তিনি অনেক দক্ষিণি নায়ককেও ছাড়িয়ে যান। এত চাহিদার কারণে প্রতিবছরই নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ব্রহ্মানন্দম। তবে এতে তার সিনেমার সংখ্যা কমেনি; কারণ, প্রযোজক ও পরিচালকেরা জানতেন, অনেক দর্শক হলেই আসেন ব্রহ্মানন্দমের কমেডি দেখতে।

পরিসংখ্যান বলছে ২০১২ সালে তিনি অনেক জনপ্রিয় নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন। এ বছরই সবচেয়ে বেশি সিনেমায় পর্দায় উপস্থিতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠে।

আরএইচ/এইচ.এস

ব্রহ্মানন্দম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন