মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

এবারের বইমেলায় আসছে চিত্রনায়িকা সিবা আলীর প্রথম উপন্যাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

এ প্রজন্মের চিত্রনায়িকা সিবা আলী খান। মূলত, ফ্যাশন মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। ২০১২ সালে ‘রাজকুমার’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পদচারণা ঘটে তার। ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন থাইল্যান্ডের ‘King Mongkut's University Of Technology Thonburi’ থেকে। 

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্টোরি অফ সামারা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি পর্দায় নিজের নাম লেখান সিবা আলী খান। এই চলচ্চিত্রেই তিনি নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করতে সমর্থ হন; যা দর্শকদের কাছে তাকে রাতারাতি পরিচিত মুখ করে তোলে। এরপর শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করে আবারও আলোচনায় আসেন গ্ল্যামারাস এই চিত্রনায়িকা; যদিও চলচ্চিত্রটি এখন অবধি মুক্তির আলো দেখেনি। এছাড়াও, মুক্তির প্রহর গুণছে অনিরুদ্ধ রাসেল পরিচালিত সিবা আলী খানের ‘জামদানি’ চলচ্চিত্রটি। 

এদিকে, শুধুমাত্র মডেল, চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেই ক্ষান্ত হননি সিবা আলী খান; এরই মধ্যে পরিচালক, লেখক হিসেবেও নিজেকে স্বমহিমায় সুমজ্জ্বল করে তুলেছেন তিনি। তার নির্মিত বিভিন্ন শর্টফিল্মের জন্য জিতেছেন পুরস্কার এবং তা বহির্বিশ্বেও হয়েছে ব্যাপকভাবে প্রশংসিত। 

আরও পড়ুন: যে কারণে এক হলেন শাকিব-অপু

প্রসঙ্গত, গত বছর (২০২৩) অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে সিবা আলী খানের প্রথম গল্গপ্রন্থ ‘আত্মা’। সাতটি ভৌতিক ঘরানার ছোটগল্পের সমন্বয়ে লিখিত অতিপ্রাকৃত গল্পগ্রন্থের এ বইটি পাঠকমহলেও পেয়েছিল বেশ জনপ্রিয়তা। বইটি প্রকাশ করেছিল অন্বেষা প্রকাশন। এরই ধারাবাহিকতায়, এ বছরও বইমেলায় নতুনরূপে নিজেকে হাজির করতে চলেছেন এই চিত্রনায়িকা। এবারের বইমেলাতে প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম উপন্যাস ‘জোছনা ও আঁধারের গল্প’। প্রগাঢ় জীবনবোধের আলোকে রচিত এই উপন্যাসটিও প্রকাশিত হচ্ছে অন্বেষা প্রকাশন থেকে। 

নিজের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা সিবা আলী খান। উপন্যাসটি দর্শকদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর অদূর ভবিষ্যতে নিজেই চলচ্চিত্র পরিচালনা করতে চান সিবা আলী খান। 

এসকে/ 

সিবা আলী খান উপন্যাস বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250