সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবাইকে রঙ লাগাতে দিই না আমি : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বসন্তকাল বেশ পছন্দ, তবে দোল খেলেন না অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কোনও দিনই রঙ খেলেননি তিনি।স্বস্তিকার কথায়, আমি রঙ খেলি না। তবে বসন্তে প্রকৃতি যেন ফুল-ফলে নতুন করে সেজে ওঠে। এই নতুনের আগমন ভালো লাগে। পরিবেশটা ভীষণ মনোরম থাকে। বসন্তের হাওয়াও বেশ পছন্দ। তবে ছোটবেলায় এক রকম ভাবে বসন্ত উদ্‌যাপন করা হতো। এখন অবশ্য কাজের মধ্যে সবটা কেটে যায়।

অভিনেত্রী না হয় নিজে থেকে রং খেলেন না। কিন্তু, কেউ কি রং লাগতে চান না তাকে? স্বস্তিকার সাফ জবাব, সবাইকে রঙ লাগাতে আমি দিই না।

আরো পড়ুন: বুবলীকে ‘ছাগল’ বললেন পরীমণি!

বসন্তে কখনো পুরোনো কথা মনে পড়ে কি না জানতে চাইলে স্বস্তিকা জানান, সে সব কথা বলতেই চান না আর। কিন্তু দোলে কি গৃহবন্দি থাকবেন অভিনেত্রী? তা এখনো ঠিক করেননি বলেই জানিয়েছেন স্বস্তিকা।

এসি/ আই. কে. জে/ 


রঙ স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন