সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ *** জুলাই গণ-অভ্যুত্থানে আমেরিকার যুক্ততার অভিযোগ মিথ, বললেন সাবেক কূটনীতিক *** ১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা

তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত : মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পায়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 

সম্প্রতি রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে লোকসভা অধিবেশন শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, বিশজুড়ে ভারতের প্রভাব বাড়ছে। গত বছরের জি-২০ সম্মেলন তার বড় একটি উদাহরণ। আমাদের (বিজেপির) তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এটাই আমার গ্যারান্টি।

প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের কথা শুনে একটা জিনিস স্পষ্ট যে তারা লম্বা সময় ধরে বিরোধী আসনে থাকার সংকল্প করে ফেলেছে। লক্ষ্য করছি, এখন বিরোধীরা ভোটে লড়ার উৎসাহ হারিয়ে ফেলেছে।

আরো পড়ুন: যে কারণে নিজের বাড়িতে চুরি করল চোর!

‘পরিশ্রম করে নতুন কিছু বের করে আনুন। মানুষকে যদি নতুন কিছু দিতে পারতেন, তাহলেও হতো। কিন্তু আপনারা (বিরোধী দলগুলো) সেখানেও ব্যর্থ। আর বিপক্ষের এই অবস্থার কারণে সবচেয়ে বেশি দায়ী কংগ্রেস। দশ বছর কম সময় নয়। কংগ্রেসের হাতে এক শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ ছিল। সভায় অনেক তরুণ নেতাও ছিলেন। কিন্তু তারা বললে তাদের ইমেজ বেড়ে যাবে এটা ভেবে সংসদ চলতেই দেওয়া হয় না। ’

কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরো বলেন, আমরা যখন বলি, ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে, তখন কংগ্রেস দাবি করে, এটা কোনো বড় ব্যাপার নয়; ভারত এমনিতেই বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর একটি হয়ে উঠবে। তাদের কথায় আমি বোকা বনে যাই।

‘আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনা-আপনি তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা সম্ভব নয়। তারা (কংগ্রেস) এখনো ভারতকে ১১তম অর্থনীতির দেশ হিসেবেই দেখতে চায়। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে হলে চেষ্টা করতে হবে ও এক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে। আর ওই ভূমিকা কেমন হবে, তা আমাদের তৃতীয় মেয়াদে সবাই দেখবে।’

এইচআ/আই.কে.জে/


বিজেপি কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহত্তম অর্থনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন