বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে যা বললেন অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুধু এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার (২১শে মে) বিকেলে রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

পণ্য আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে আধুনিকায়ন করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘আপনি এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে উঠুন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী যেন সুবিধা না পায়, এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।’

কর্নেল অলি বলেন, ‘মানবিক করিডরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরাং হতে পারে। সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।’

বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে অলি বলেন, ‘আজকে রাস্তাঘাটে হাঙ্গামা চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বিকেলে জনগণ ঘরে ফিরতে পারবে কী না, তার নিশ্চয়তা নেই। যেটা প্রয়োজন। যে যেটা চায়, সেটাই নিয়ে হরতাল করতেছে। কেউ মেয়র হতে চায়, আবার কেউ মেয়র হতে বের হতে চায়। কেউ চাকরি চায়, কেউ চুরির জন্য চাকরি হারাচ্ছে। সব মিলিয়ে ১৮ কোটি মানুষের জীবন দুর্বিষহ করেছে। এ ধরনের কোনো কাজে এলডিপি লিপ্ত হবে না। কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো বক্তব্য আমরা এখানে রাখব না।’

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন অলি আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতের পছন্দের সরকার দরকার ছিল। প্রথম তাদের (ভারত) পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি।’

কর্নেল অলি বলেন, ‘আমি আবারও বলি, সাজেদা চৌধুরীকে নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল। আখাউড়া বর্ডারে ধরা পড়ে। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে (হাসিনা) আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।’

কর্নেল অলি বলেন, ‘এলডিপির পক্ষ থেকে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারকে কয়েকটি পরামর্শ দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং হাসিনার অনুগত যারা বাহিনীতে আছে, তাদের চাকরিচ্যুত করা।'

অলি আহমদ বলেন, ‘বর্তমানে আমরা এমন অবস্থায় এসে গেছি, যেখানে হারাম-হালালের কোনো পার্থক্য নাই। মানুষ ও  জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। মনুষ্যত্ব তো লোপ হয়ে গেছে। যেখানে পয়সা পাই সেখানে, দৌড় দিই। দেশের কথা চিন্তা করি না। তবে এলডিপির পক্ষ থেকে আমাদের চিন্তাধারা ভিন্ন। কারণ, আমরা মুক্তিযুদ্ধ করেছি।’

এইচ.এস/

অলি আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন