রবিবার, ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা *** ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের খবর অস্বীকার মার্কিন দূতাবাসের *** পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময় সীমা নেই: ভারতীয় সেনাবাহিনী *** ৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতি চায় হামাাস *** দেশের নাগরিক হিসেবে অধিকার ভোগ করতে প্রস্তুত: নিরাপত্তা উপদেষ্টা *** ‘যুদ্ধবিরতি চুক্তির পর পুতিন ও জেলেনস্কির বৈঠক সম্ভব’ *** ‘ঐতিহ্যবাহী পুরান ঢাকা তার নিজস্বতা হারিয়ে ফেলছে’ *** ‘করিডর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ’ *** পাকিস্তানকে জানিয়ে অপারেশন সিঁদুর, যা বললেন রাহুল *** সাম্যর স্মরণে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

‘যুদ্ধবিরতি চুক্তির পর পুতিন ও জেলেনস্কির বৈঠক সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ক্রেমলিন। গতকাল শনিবার (১৭ই মে) নিয়মিত ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। খবর এএফপির।

রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা মনে করছি, এটি (পুতিন ও জেলেনস্কির বৈঠক) সম্ভব। তবে তা হবে দুই পক্ষের মধ্যে একটি চুক্তির মাধ্যমে সুনির্দিষ্ট কিছু ফলাফল অর্জনের পর। আপাতত ১৬ই মে (শুক্রবার) তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা এক হাজার করে বন্দিবিনিময় বিষয়ে একমত হয়েছেন, তা সম্পন্ন করা প্রয়োজন।’

এ ছাড়া রাশিয়াও ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিন বছরের মধ্যে গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রথম সরাসরি আলোচনায় আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। তবে এক হাজার করে বন্দিবিনিময়ে রাজি হয় দুই পক্ষ। 

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের পর গতকাল ইউক্রেনের উত্তর-পূর্বে সুমি অঞ্চলে বেসামরিক একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলেছে, সুমি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরঞ্জাম জড়ো করার একটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।’

গত শুক্রবারের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন জেলেনস্কিসহ ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও পোল্যান্ডের নেতারা। ওই দিন আলবেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠক শেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেছি। তার সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে কথা হয়েছে।

আরএইচ/



রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন