রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ভারতীয় গানের বিষয়ে এবার যে সিদ্ধান্ত নিল পাকিস্তান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার ভারতীয় গানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার এবং এ সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১লা মে) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর দ্য ডনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান সম্প্রচার সংঘের (পিবিএ) মহাসচিব শাকিল মাসুদ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ‘পাকিস্তানের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গানের সম্প্রচার বন্ধ করা হলো।’ 

ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোশলে, মুকেশ এবং এ প্রজন্মের শ্রেয়া ঘোষালের গান পাকিস্তানে বিশেষভাবে জনপ্রিয়। দেশটির বহু শ্রোতা প্রতিদিন এফএম স্টেশনে তাদের গান শুনতেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তান সম্প্রচার সংঘকে একটি চিঠিতে লিখেছেন, ‘পিবিএ-এর এ দেশপ্রেমী সিদ্ধান্ত প্রশংসার যোগ্য। এটি বর্তমান কঠিন সময়ে পাকিস্তানের রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক।’

এর আগে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে রয়েছে সামা টিভি, ডন নিউজ, জিও নিউজ ও এআরওয়াই নিউজের মতো গণমাধ্যম।

এ ছাড়া হানিয়া আমির, মাহিরা খান ও আলি জাফরের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ভারতে বন্ধ হয়ে গেছে।

এইচ.এস/


সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন