শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ

আজ রাতে বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আগামী ১০ই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও শমিত শোমের। আর হামজা-শমিতের ভক্তদের তুমুল আগ্রহের এ ম্যাচের টিকিট আজ শনিবার (২৪শে মে) রাতে ছাড়া হচ্ছে।

এদিকে বাংলাদেশ ও সিঙ্গাপরের মধ্যকার ম্যাচের টিকিট আজ দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে (https://tickify.live) ছাড়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত ৮টা থেকে ছাড়া হবে।

এর আগে ২১শে মে গোলাম গাউস জানিয়েছিলেন, আজ দুপুর থেকে টিকিট ছাড়া হবে। কিন্তু পূর্বের নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নতুন ঘোষণায় অনলাইনে টিকিট ছাড়া ৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে বাফুফে। আর প্রথমবারের মতো আজ বাফুফে অনলাইনে টিকিট ছাড়তে যাচ্ছে।

এবার সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করার কথা ভাবছে বাফুফে। এর মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা, হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। আর এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। আর ক্লাব হাউস ১–এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউস ২–এর দাম ২ হাজার টাকা।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। এদিকে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। আর সে কারণে সি গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান (১ করে)।

আরএইচ/


বাফুফে আগাম টিকিট বিক্রি ফুটবলার হামজা বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250