মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

মেসি যেখানে ‘শত্রু’, রোনালদোকে সেখানে নায়কোচিত অভ্যর্থনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। মঙ্গলবার (১৯শে আগস্ট) সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন নায়কোচিত অভ্যর্থনা। খবর এএফপির।

হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। ১০ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় তারা। ১৬ মিনিটে আল ইত্তিহাদের হয়ে সমতা ফেরান স্টিভেন বার্জউইন। ২৫ মিনিটে মানে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ৬১ মিনিটে ক্লাবটির হয়ে জয়সূচক গোল করেন জোয়াও ফেলিক্স। গোলটিতে সহায়তা করেন রোনালদো। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোনালদোর পায়ে বল পড়তেই গর্জে ওঠে পুরো গ্যালারি। ‘রোনালদো, রোনালদো’ স্লোগানে মেতে ওঠেন দর্শকেরা।

একজন আবার মাঠে ঢুকেও পড়েন। তবে সেলফি তোলার জন্য রোনালদোর কাছে যাওয়ার আগেই তাকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। তার পরনে ছিল ‘রোনালদো সেভেন’ লেখা জার্সি। শেষ বাঁশি বাজার পর মাঠে প্রবেশ করেন আরও দুই তরুণ। সরাসরি রোনালদোর দিকেই এগোচ্ছিলেন তারা। কিন্তু বাধ সাধেন নিরাপত্তাকর্মীরা।

রোনালদো অবশ্য পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। শেষ মিনিটে বদলি করা হয় তাকে। যতটুকু খেলেছেন, তাতেই মুগ্ধ সমর্থকেরা। শুধু মাঠে কেন, মাঠের বাইরেও রোনালদোকে দেখতে ভিড় জমা হয়। কেউ কেউ তো তিনি যে হোটেলে থাকছেন, সেখানে কক্ষ ভাড়া করেছেন। শুধু তাকে একনজর দেখার জন্য। স্থানীয়দের এমন আগ্রহের কথা জেনে রোনালদো বলেছেন, ‘এসব আমার কাছে শিরোপার চেয়েও বড় কিছু।’

অথচ ঠিক এর বিপরীত চিত্রই দেখা গেছে গত বছরের ফেব্রুয়ারিতে। বল পায়ে মেসিকে দেখার জন্য অঢেল অর্থ খরচ করা স্টেডিয়ামে ছুটে যান সমর্থকেরা। অথচ মেসিকে মাঠেই নামাননি ইন্টার মায়ামির তৎকালীন কোচ টাটা মার্টিনো। মেসি অবশ্য জানিয়েছিলেন, তিনি চোটাক্রান্ত। কিন্তু তা মন গলাতে পারেনি। ক্ষুব্ধ সমর্থকেরা বুড়ো আঙুল দেখিয়ে দুয়ো দিতে থাকেন মেসিকে। অনেকে আবার টাকা ফেরতের দাবি তোলেন। এমন ঘটনার পর চীনে দুটি প্রীতি ম্যাচও বাতিল করে আর্জেন্টিনা।

সেখানে রোনালদোকে নিয়ে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। সমর্থকদের ভালোবাসায় ৪০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। ২৩শে আগস্ট আরও একবার তার খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা। আল নাসরের হয়ে রোনালদো লড়বেন সৌদি সুপার কাপের ফাইনালে।

লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250