শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট

পূজায় ক্ষীরের সন্দেশ না হলে কি চলে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালি পরিবারের পূজার সুস্বাদু খাবার হিসেবে ঐতিহ্যবাহী ক্ষীরের সন্দেশ সবসময়ই সমাদৃত হয়ে এসেছে। এই ব্যস্ত নগর জীবনে সেই পুরোনো ঐতিহ্যের স্বাদ এখনও পেতে চায় মানুষ। কিন্তু সঠিক রেসিপি না জানার কারণে ইচ্ছে থাকার পরও যারা বানাতে পারেন না প্রিয় খাবারটি, তাদের জন্য আজ রয়েছে এই ক্ষীরের সন্দেশের রেসিপি। যেভাবে তৈরি করবেন- 

উপকরণ

১. গরুর খাঁটি দুধ এক কেজি

২. চিনি ১২৫ গ্রাম 

৩. ঘি ২৫ গ্রাম

৪. এলাচ গুঁড়ো 

আরো পড়ুন : ঘামে নষ্ট হবে না মেকআপ, জানুন ম্যাজিক্যাল উপায়

পদ্ধতি

প্রথমেই একটি ফ্রাইপ্যানে গরুর দুধ জ্বাল করে সুজির হালুয়ার মতো ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আনতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগবে, চুলার তাপ থাকবে হাই থেকে মিডিয়াম।

এবার এই ক্ষীরের সঙ্গে চিনি মিশিয়ে ফ্রাইপ্যানে নাড়তে হবে, ১০-১৫ মিনিট নাড়ার পর এ পর্যায়ে চিনি গলে এলে চুলা থেকে নামিয়ে আরও ১০-১৫ মিনিট  নেড়ে শক্ত করতে হবে। চিনি গলেছে মনে হলেও এই পর্যায়ে চিনি পুরোপুরি গলে না। তাই চিনি গলানোর জন্য আবার চুলায় বসিয়ে হালুয়ার মতো ক্ষীরের আর চিনির মিশ্রণটি আবার গলাতে হবে।

এভাবে চিনি পুরোপুরিভাবে গলে মিশে যাওয়া পর্যন্ত চুলায় বসিয়ে গরম করে আবার ঠান্ডা করতে হবে, পুরো প্রক্রিয়াতে তিন থেকে চার বার বসালেই রুটির খামির মতো দলা পাকিয়ে ফ্রাইপ্যানের গা ছেড়ে ছেড়ে আসবে।  

এবার সন্দেশ বানানোর খামিরের সঙ্গে সুগন্ধের জন্য এলাচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। চুলার তাপ একদম কমিয়ে রাখতে হবে পুরো সময়ে। হাতে সামান্য ঘি মেখে পছন্দের আকারে সন্দেশের মতো গড়ে নিন।  

এভাবেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ক্ষীরের সন্দেশ। এই সন্দেশ খোলা অবস্থায় ৭-৮ দিন ভালো থাকে, ফ্রিজে কয়েক মাস সংরক্ষণ করে রাখা যায়। 

এস/ আই.কে.জে/


ক্ষীরের সন্দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন