শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

সারাদেশে সার সরবরাহে ব্যাপক ভূমিকা রাখছে নওয়াপাড়া গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

যশোরের নওয়াপাড়া থেকে সারাদেশে নির্বিঘ্নে সরবরাহ করা হচ্ছে সার। দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রান্তিক চাষিদের কাছে নন-ইউরিয়া সার সরবরাহ স্বাভাবিক থাকায় এবার ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে। আসছে বোরো মৌসুমকে সামনে রেখে চলছে এই আয়োজন।

সরকারের সময়োপযোগী সিদ্ধান্তকে বাস্তবায়নে সকল প্রতিকূলতার মধ্যে দেশের আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনায় সারাদেশে প্রান্তিক কৃষকদের মাঝে ডিলারদের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে সব ধরনের নন-ইউরিয়া সার। দেশের সবচেয়ে বড় সারের মোকাম যশোরের নওয়াপাড়ায় অবস্থান আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের। মূলত এখান থেকে দেশের ডিলারদের মধ্যে চাহিদার ৪০/৫০ ভাগ সার সরবরাহ করা হয়। সড়ক, নৌ ও রেলপথের চমৎকার যোগাযোগ ব্যবস্থা থাকায় আমদানিকারকরা এই মোকামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোংলা বন্দরের মাধ্যমে নওয়াপাড়া মোকামে সার নিয়ে আসেন। এখানে আমদানিকারদের কাছ থেকে বিসিআইসি ডিলাররা তাদের বরাদ্দপত্র দিয়ে সার উত্তোলন করে বিভিন্ন জেলা উপজেলায় কৃষকদের কাছে তা পৌঁছে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের অন্যতম আমদানি কারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠানসমূহ প্রতিদিন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শত শত বিসিআইসি ডিলারকে কাগজপত্র যাচাই বাছাই করে সার সরবরাহ করছে। 

নওয়াপাড়ায় আসা সাতক্ষীরার বিসিআইসি ডিলার মেসার্স বি,কে ট্রেডার্সের মালিক বিশ্বজিত ঘোষ বলেন, টাকা জমার ৪৮ ঘণ্টার মধ্যে সার উত্তোলন করি। ডিলারের প্রতিনিধি মেসার্স মান্নান এন্ড ব্রাদার্স এর প্রোপাইটার আ: মান্নান বলেন, টাকা জমা দেয়ার এক-দুই দিনের মধ্যে সার সরবরাহের ডিও পেয়ে থাকি। বেশ কয়েকজন বিসিআইসি ডিলার সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমদানিকাররা সঠিকভাবে সময়মতো সার সরবরাহ করছেন। এতে আমরা খুশি। 

আমদানিকারক প্রতিষ্ঠানের সরবরাহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ডিলারদের কাছ থেকে বরাদ্দপত্র ও ব্যাংকে টাকা জমা যাচাই করে দ্রুত সময়ে সার সরবরাহ করে আসছি। ২০২৪ সালের নভেম্বর মাসে ৮৩ হাজার ৭৫৫মেট্রিক টন সার বরাদ্দ ছিল। ডিলাররা উত্তোলন করেছেন ৮৩ হজার ৭২৫ মেট্রিক টন। ডিসেম্বরে ৭২ হাজার ৫৫০ মেট্রিক টন সার বরাদ্দ ছিল। ডিলাররা উত্তোলন করেছেন প্রায় ৭১ হাজার ৫০০ মেট্রিক টন। ডিসেম্বর মাসের সার সরবরাহ চলমান রয়েছে। জানুয়ারি ২০২৫ এ ১ লক্ষ ৩৭ হাজার ১৭৫ মেট্রিক টন সার বরাদ্দ হয়েছে। যা সরবরাহ চলমান রয়েছে। এই সার ডিলাররা উত্তোলন করে তাদের স্ব স্ব এলাকায় নিয়ে কৃষকদের মাঝে পৌঁছে দিচ্ছেন। 

তিনি আরো জানান, সরকারি সার নীতিমালা উপেক্ষা করে গত বছরের ৩ ডিসেম্বর স্থানীয় থানায় তিন বিসিআইসি ডিলার সার উত্তোলন করে পাচার করছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় কৃষি বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাঈদুর রহমান লিটু বলেন, দেশে যাতে সারের সংকট না হয় তার জন্য আমরা সার নীতিমালা অনুসরণ করে কৃষি মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি। ডলার সংকট, এলসি জটিলতাসহ সকল প্রতিকূলতা উপেক্ষা করে সার আমদানি করে কৃষকদের ফসল উৎপাদনে ভৃমিকা রাখছি আমরা।

বিএডিসির খুলনা জোনের সহকারী পরিচালক শরীফ সাইফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমদানি ও পরিবহনে নওয়াপাড়া ট্রেডার্স উল্লেখযোগ্য ভৃমিকা রাখছে।

আই.কে.জে/  

নওয়াপাড়া গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন