সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

বিশ্বকাপে নকআউট ম্যাচে আইসিসির নতুন আইন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আড়াই মাস আগে আসরকে ঘিরে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুক্রবার (১৫ই মার্চ) দুবাইতে বোর্ড সভা শেষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন নিয়ম তুলে ধরে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আসন্ন নবম আসরের বিশ্বকাপে অনেক নতুন কিছু দেখতে পাবেন ভক্তরা। এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে। এত দলের মধ্যে এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করা হবে। ক্রিকেটের মতো খেলাকে বড় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসি। 

এদিকে বিশ্বকাপ নিয়ে কিছু নতুন নিয়ম ঘোষণা করেছে আইসিসি। আইসিসি জানিয়েছে এবারের বিশ্বকাপের বেশকিছু ম্যাচে রিজার্ভ ডে থাকবে। তবে কোন কোন ম্যাচে সেই রিজার্ভ ডে থাকবে এবং তার জন্য কী নিয়ম হবে সেগুলোও জানিয়েছে আইসিসি।

২রা জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। ৫ই জুন ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে খেলা হবে। এরপর ৯ই জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হলে পরের দিনই খেলা হবে। আসলে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করেছে আইসিসি।

আরো পড়ুন: নাসরকে জেতালেন রোনালদো

ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে। অর্থাৎ এদিন বৃষ্টি বাধাগ্রস্ত হলে পরের দিন খেলা হবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার ব্যবস্থা থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচের সিদ্ধান্ত নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের জন্য লিগ ও সুপার এইট পর্বে কমপক্ষে ৫ ওভার খেলা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া নকআউট ম্যাচে তা বেড়ে হবে ১০ ওভার।

নতুন আইনে নকআউট ম্যাচে, দ্বিতীয় ইনিংসে খেলার জন্য কমপক্ষে ১০ ওভার করতে হবে। রিজার্ভ ডে মানে যদি কোনও কারণে ম্যাচটি তার নির্ধারিত দিনে বাতিল হয়ে যায়, তাহলে সেই ম্যাচটি অন্য কোনও দিনে অর্থাৎ রিজার্ভ ডেতে আয়োজন করা হবে।

এসি/ আই. কে. জে/ 

বিশ্বকাপ আইসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন