সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ *** জুলাই গণ-অভ্যুত্থানে আমেরিকার যুক্ততার অভিযোগ মিথ, বললেন সাবেক কূটনীতিক *** ১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা *** সাংবাদিকদের কালোকে কালো, সাদাকে সাদা বলার আহ্বান মির্জা ফখরুলের

কালোটাকা সাদা করার ক্ষেত্রে প্রশ্ন করতে পারবে রাষ্ট্রীয় সংস্থাগুলো

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

মঙ্গলবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ থাকলেও রাজস্ব সংস্থা ছাড়া অন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো প্রশ্ন তুলতে পারবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ মঙ্গলবার (৩রা জুন) বেলা ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিলে এনবিআর প্রশ্ন করত না, সেটাকে আমরা রেশনালাইজড করেছি। যারা নিজের জমিতে বাড়ি করবেন, বিদেশ থেকে হয়তো টাকা আয় করেছেন, ঠিকভাবে এনেছেন, কিন্তু ফরমাল চ্যানেলে আসেনি। নানা কারণে আমাদের এখানে অপ্রদর্শিত অর্থ থেকে যায়।’

তিনি বলেন, ‘সেখানে যদি কেউ কেনেন, তাদের যাতে একটি এক্সিট রুল থাকে, সেজন্য আমরা বলেছি ট্যাক্স দিয়ে এ আয় ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি (এনবিআর) মেনে নেবে। এর মানে এ নয় যে, অন্য কেউ প্রশ্ন করতে পারবেন না। অন্য অথরিটি প্রশ্ন করতে পারবে। এ টাকাও দ্বিগুণ করেছি, আগে যা ট্যাক্স ছিল তার দ্বিগুণ দিতে হবে।’

ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ পরিহার করা হয়েছে উল্লেখ করে আবদুর রহমান খান বলেন, ‘১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ ছিল। সেটা আগস্টে আপনি (অর্থ উপদেষ্টাকে ইঙ্গিত করে) আসার পরই বাতিল করেছি। এরপর আরেকটা কালোটাকার প্রবিধান ছিল, সেটা ৩০শে জুন এক্সপায়ার করেছে, সেটা আর বাড়ানো হয়নি।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘আরেকটা বিধান ছিল, জমি, বাড়ি বা ফ্ল্যাট কিনে, তাহলে একটু বেশি কর দিলে এনবিআর বা অন্য কোনো সংস্থা প্রশ্ন করবে না। এটাও আমরা বাড়াইনি।’ তিনি বলেন, ‘ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সেটা পাঁচ গুণ করে দিয়েছি। এটা কস্টলি হয়েছে।’

অর্থ উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এটা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আপনারা চাইলে এটা বিবেচনা করতে পারেন।

এনবিআর চেয়ারম্যানের ব্যাখ্যা দেওয়ার আগে কালোটাকা সাদা করার বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, কালোটাকার সঙ্গে ক্লজ আছে। ট্যাক্স দিতে হবে ৫ গুণ বেশি। 

তিনি বলেন, ‘কালোটাকা নয়, ফ্ল্যাটের বিষয়ে বিধান রাখা হয়েছে। নৈতিক দিক এবং ট্যাক্স পাব কী না, সেটি বিবেচনায় নয়, নিজের জমিতে কেউ... করতে চাইলে সুযোগ রাখা হয়েছে। আমরা বলছি না, খুব ভালো কিছু করেছি। আমরা দেখব।’

এইচ.এস/

সংবাদ সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন