রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রোববার জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক বলেন, আমি জরিমানার পক্ষে নই। যারা বেআইনিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের সরাসরি জেলে পাঠানো হবে। তারা যে দলেরই হোক, আমি কোনো পক্ষপাত করবো না। যদি কেউ মনে করেন এটি হুমকি, তাহলে এটি হুমকিই।

জেলা প্রশাসক আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কে কী করেছে, তা জানার প্রয়োজন নেই। তবে বর্তমান সরকারের সময়ে কেউ সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে, প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে প্রশাসনের সঙ্গে আলোচনা করুন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে ছাড় দেওয়া হবে না।

ভোজ্যতেল প্রসঙ্গে তিনি বলেন, সরকার পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানি করেছে, যা শিগগিরই বাজারে আসবে। আমরা চাই না, এ নিয়ে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক। যদি কেউ সিন্ডিকেট করার চেষ্টা করে, প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ‘পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না’

এসি/ আই.কে.জে

দ্রব্যমূল্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন