ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের সেই মাঠে কথিত বিতর্ক ও আপত্তি উপেক্ষা করে অবশেষে ফুটবল খেললেন নারীরা। এই ম্যাচে ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। বুধবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে আলোচিত এ খেলা অনুষ্ঠিত হয়।
আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে বিকেল ৪টায় জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয় ‘প্রমিলা ফুটবল ম্যাচ’। এতে ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন নারী রেফারি লতা পারভীন এবং সহকারী রেফারি ছিলেন সপ্না চৌহান ও রহিমা আক্তার।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘আমরা অনেক টুর্নামেন্ট করেছি। তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠেও মেয়ে-ছেলেদের অনেক ধরনের খেলা হয়েছে। এখানে খেলা নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেটি দুইপক্ষের ভুল বোঝাবুঝির কারণে। মাঠে যে ভাঙচুর করা হয়েছিল, সেটির জন্য তারা (জড়িতরা) ক্ষমা চেয়েছেন।’
ম্যাচ শেষে জয়পুরহাট দলের কোচ কানাই চন্দ্র দাস বলেন, ‘আমাদের একটাই চাওয়া, এই খেলা যেন বন্ধ না হয়। নারীরা খেলাধুলার মাধ্যমেও অনেক এগিয়ে আছেন।’
উল্লেখ্য, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের একটি সংগঠন। ওই মাঠে ২৯শে জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়।
এতে স্থানীয় ‘আলেম সমাজ ও তৌহিদী জনতা’ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ২৮শে জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি ফেসবুকে লাইভ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে খেলাটি বুধবার অনুষ্ঠিত হয়।
মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িতরা ৩১শে জানুয়ারি ক্ষমা চান। তখন তারা আর ‘নারীদের খেলাধুলায় নাক গলাবেন না’ বলে প্রতিশ্রুতি দেন।
হা.শা./ আই.কে.জে