মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে

শরীয়তপুরে ১৫ কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় দেড় একর সরকারি জমি দখলমুক্ত ও সরকারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।শুক্রবার (২রা ফেব্রুয়ারি) নড়িয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য'র নেতৃত্বে অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়।

এ সময় সরকারি জমির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাটকৃত খাল খনন করা হয়। পুরো উচ্ছেদ প্রক্রিয়া শেষ হতে আরো ২ দিন সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে শংকর চন্দ্র বৈদ্য বলেন, স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধভাবে দেড় একর সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ এবং সরকারি খাল ভরাট করে অবৈধভাবে দখল করছিল।

আরো পড়ুন: দুই মাথা ও চার চোখ নিয়ে ছাগল ছানার জন্ম

উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে প্রায় ১৫ কোটি টাকা বাজারমূল্যের দেড় একর সম্পত্তি দখল মুক্ত করা হচ্ছে এবং দখলদারদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সরকারি জমি দখল মুক্ত এবং খাল উদ্ধার কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, প্রবাহমান সরকারি খাল দখল হওয়ায় আবাদি জমিতে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। খাল দখলমুক্ত হওয়ায় এ সমস্যার সমাধান হবে।

এইচআ/ আই.কে.জে/ 


নড়িয়া দখলমুক্ত সরকারি জমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250