শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি যুবকরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাতেন *** বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে কল্পনাও করেননি ঋতুপর্ণা চাকমারা *** বায়ুদূষণ সামলাতে এবার কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত *** ইরানের তেল খাতে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা *** জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা *** মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণ: ভাইয়ের সঙ্গে বিবাদের প্রতিশোধ নিতে ছড়ানো হয় ভিডিও *** ১৮ বছর চেষ্টা করেও দম্পতির সন্তান হয়নি, এআই সম্ভব করল মাত্র ১ ঘণ্টায় *** কেএনএফের বিরুদ্ধে চালানো অভিযান সফল: সেনাবাহিনী *** জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশকে ৬ কোটি টাকা দেবে সুইডেন *** ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, এটা পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড

প্রথমবার যৌন সম্পর্কের আগে যা মাথায় রাখা ভালো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আধুনিক যুগেও যৌনতা নিয়ে ঢাকঢাক গুড়গুড়ের শেষ নেই। দেশের জনসংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও দেশের একটা সংখ্যক মানুষ জনসমক্ষে যৌনতা ও যৌনজীবন নিয়ে কথা বলতে সঙ্কোচ বোধ করেন। যৌনতা মানে যেন তা কানে কানে ফিসফিস করে বলার বিষয়। 

ফলে যৌনজীবন সম্পর্কে অনেকের সঠিক ধারণা অধরা থেকে যায়। সুস্থ যৌনজীবন সামগ্রিকভাবে ব্যক্তিজীবনে প্রভাব ফেলে। তবুও লোকলজ্জার ভয়ে যৌনজীবন সংক্রান্ত সুস্থ আলোচনা থেকে শত যোজন দূরে থাকেন অনেকে।

যৌনতা ও যৌনজীবন কোনো নিষিদ্ধ বিষয় নয়। সুস্থভাবে যৌনতার কথা আলোচনা করলে তাতে কোনো অসুবিধা নেই। ভালোবাসার প্রকাশেই হোক, বা প্রজননের চাহিদায়, যৌনমিলন আর পাঁচটি জৈবিক প্রক্রিয়ার মতো স্বাভাবিক। 

যৌনতাকে নিষেধের মোড়কে মুড়িয়ে রাখলে সমাজে বাড়তে পারে পুরুষতান্ত্রিকতা ও লিঙ্গবৈষ্যেম্যের মতো বিষয়গুলো। তাই যৌনতার উপর থেকে নিষেধের পর্দা সরিয়ে দেওয়াই শ্রেয়। যৌনতা নিয়ে অকপট হওয়া জরুরি। তাতে মনের গোপনে থাকা দোলাচল কাটবে।

যৌনরোগ নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ নন অনেকে। সচেতনতাও চোখে পড়ে না। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌনরোগের আশঙ্কা সমান। অসুরক্ষিত যৌন সংযোগের কারণে রোগ হয়। অনেকে মনে করেন, বিয়ের আগে যদি নিয়ম করে শারীরিক মিলন না হয়, সে ক্ষেত্রে যৌনরোগ হওয়ার ঝুঁকি কম।

আবার অনেকের ধারণা, যখন কোনো পাকা সম্পর্ক তৈরি হয় বা বিয়ের পর সঙ্গীর সংখ্যা সাধারণত একাধিক না হলে যৌনরোগ হওয়ার ঝুঁকি প্রায় নেই। এ ধারণা কি আদৌ ঠিক?

চিকিৎসকের কথায়, ‘আমরা স্বীকার করতে চাই না যে, যৌনতা প্রতিদিনের জীবনের অংশ। আমাদের দেশে অবিবাহিত থাকাকালীন অনেকের নিয়মিত যৌনজীবন থাকে। তার ফলে এমন কিছু শারীরিক সমস্যা তৈরি হয়, যা বন্ধ্যত্ব ডেকে আনতে পারে। আরও গুরুতর ঝুঁকিও তৈরি হতে পারে।

যৌনতা একটি স্বাভাবিক প্রবৃত্তি। ফলে এটি এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যৌনজীবন সক্রিয় না থাকলেও হতে পারে যৌনরোগ। কারণ, সব সময় পরিকল্পনা করে শারীরিক সম্পর্ক তৈরি হয় না।

কিছু ক্ষেত্রে হঠাৎ করে হয়। তাই বাবা-মায়েদের উচিত ছোট থেকেই বিষয়টি নিয়ে সন্তানদের অবহিত করে রাখা। অসুরক্ষিত যৌন সংযোগ কতটা মারাত্মক হতে পারে, সেটাও বোঝাতে হবে। এ ছা়ড়াও অবাঞ্ছিত গর্ভধারণ অবিবাহিত মেয়েদের জন্য ভবিষ্যতেও অনেক সমস্যা ডেকে আনতে পারে। তাই স্বাস্থ্যপরীক্ষা করা জরুরি। 

এখন জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ করার জন্য টিকা আছে। এ টিকা মেয়েদের নিয়ে রাখা উচিত। যখন নেবে, সেই সময় টিকা নেওয়ার কারণ ও উপকারিতার বিষয়টিও জানিয়ে রাখা জরুরি।

এবার বলা যাক- প্রথমবার শারীরিক মিলনের আগে কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি। 

চিকিৎসকরা বলেন, ‘যৌনতাকে কখনওই ছেলেখেলা মনে করা উচিত নয়। উত্তেজনা থাকবে, কিন্তু পাশাপাশি সংযমও জরুরি। একাধিক যৌনসঙ্গী থাকলে আরও বেশি করে সতর্ক হওয়া প্রয়োজন। অবাঞ্ছিত গর্ভধারণ তো আছেই। কম বয়সে গর্ভপাত করালে এর প্রভাব পড়বে শরীরে। তাই মিলনের সময় সুরক্ষা নেওয়া জরুরি। কেউ যদি প্রথমবার সঙ্গমের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সে ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়াই শ্রেয়।’

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন