বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

‘১২ বছর অপেক্ষায় আছি সে যদি কখনো ক্ষমা চাইতে আসে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বাংলা থিয়েটারের জগতে যৌন হয়রানির ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম বেশ সরগরম ছিল সেসময়। অভিনেত্রীদের অনেকেই সেসময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং নারীদের সুরক্ষার আবেদনও করেছিলেন তিনি। 10:36 AM 27-Apr-24বিষয়টিকে সমর্থন করে নিজের সঙ্গে এক যুগ আগে ঘটে যাওয়া যৌন নিগ্রহের কথা প্রকাশ করলেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়।

চূর্ণী লিখেছেন, ‘আজ আমি প্রায় ৬ বছর আগের একটি খুব ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্ট মনে করছি। এতে লেখা ছিল, “আমি হয়তো তরুণ ছিলাম, কিন্তু ভুলে যাইনি। #MeToo”– আমার দীর্ঘ প্রতীক্ষিত কান্না, শিশু নির্যাতনের নীরব শিকার। একজন থেকে যে তার বেড়ে ওঠা বছরগুলির বাকি সময় ধরে চুপ করে থাকে, শুধুমাত্র কারণ সে বলতে পারেনি। অপরাধীকে এভাবে শাস্তি দেওয়া হয়নি। আমি আজ বিশ্বাস করতে চাই, যে কর্মা সেটা দেখাশোনা করবে।’

তিনি আরো লেখেন, ‘আমি এখনও ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করছি। অন্তত এটাই সে করতে পারে: এই আঘাতের জন্য ক্ষমা প্রার্থনা, সারা জীবনের ক্ষত যা আমাকে সহ্য করতে হয়েছে। আমি তার নাম নিতে পারব না এই ভেবে সে হয়তো শিথিল। ঠিক এটাই তাকে মাত্র ১২ বছর বয়সের থেকে সুবিধা নিতে বাধ্য করেছে, এখনও খুব হারিয়ে গেছে, এবং এখনও বিশ্বকে জানা বাকি। আমার মনে আছে আমি বিভ্রান্ত ছিলাম, এবং পুরোপুরি অবিশ্বাসের মধ্যে ছিলাম। আমার মনে আছে, যখন আমি পারতাম, একটি গলা শুকনো এবং শুকানো, এবং একটি ভারী হৃদয় নিয়ে, কেউ ফিরে যাওয়ার মতো না। আমি বিধ্বস্ত এবং কাঁপিয়ে দিয়েছিলাম কারণ আমি তাকে আমার ছোট্ট আত্মা দিয়ে বিশ্বাস করেছিলাম।’

আরো পড়ুন: সন্তান কোলে নিয়ে অরিজিতকে বিয়ে করেছিলেন কোয়েল!

এ সময় চূর্ণী লেখেন, ‘গতকাল আমি থিয়েটারে নিরাপদ স্থানের জন্য বেনী বোসের আবেদনটি পরিদর্শন করেছিলাম। আমি স্বাক্ষর করতে চাইছিলাম, কিন্তু পারলাম না, কারণ আমার দেরি হয়ে গেছে। তাহলে আজকের এই পোস্টটি আমার স্বাক্ষর হতে দিন। শুধু থিয়েটারে নিরাপদ স্থানের জন্য নয়, বরং সমাজে বড় আকারে, প্রতিটি ঘরে, প্রতিটি ঘরে নিরাপদ স্থানের জন্য। পারলে আপনার গল্প শেয়ার করুন, যখন পারেন। শুধুমাত্র তাই এই ধরনের গুরুতর অপব্যবহার প্রতিরোধ করা যেতে পারে। এটি নিরাময়ের দিকে প্রথম পদক্ষেপও। আজ আমি যেভাবে শেয়ার করছি সেভাবে সুস্থ হয়ে উঠেছি। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। এবং আমি সুস্থ হওয়ার সময়, আমি ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করব। যদি কখনও আসে। কারণ আমি সন্দেহ করি তার যৌন বিকৃত স্বভাব পরিবর্তিত হয়েছে। তার অঙ্গভঙ্গি এবং তোমার মনোভাবের চেয়ে পবিত্র এখনও আমাকে ক্রুদ্ধ করে তোলে। বি.এস. আশা করি এই পোস্টটি কোনোভাবে তার কাছে পৌঁছাবে। তখন সে জানবে আমি অল্প ছিলাম, কিন্তু আমি ভুলিনি।’

এসি/

ক্ষমা অপেক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন