শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

বন্যার পর আমন আবাদে ব্যস্ত কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আউশ ধান ঘরে তোলা আর আমন চাষের মোক্ষম সময়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ ফসলি মাঠ তলিয়ে গিয়ে ৫ হাজার ৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে ফসলি জমি থেকে বন্যার পানি সরে যাওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ও এই দুর্যোগ থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আমন আবাদে মাঠে নেমে পড়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। এতে উপজেলার কিছু ফসলি মাঠে দৃশ্যমান হয়ে উঠেছে সদ্য রোপণ করা আমন ধানের চারা। প্রাণ ফিরে পাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ। উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, দুই নদীর ভাঙনের কবলে পড়ে বন্যায় এ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা, আধাপাকা আউশ ধান, আমনের ক্ষেত, আমন বীজতলা ও নানা জাতের শাকসবজি বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। তবে বন্যার পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ফসলি জমি। বন্যার ক্ষয়ক্ষতি ভুলে নতুন উদ্যমে আমন আবাদের জন্য মাঠে নেমেছেন কৃষকরা। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে তারা দিনরাত কাজ করছেন। আশা করা হচ্ছে নদী ভেঙে আসা পলিমাটি আমন আবাদে কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় সরকারিভাবে উপজেলার দুই হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, অনেক ফসলি মাঠ থেকে এখনো বন্যার পানি সরেনি। তবে যেসব মাঠ থেকে বন্যার পানি সরে গেছে সেসব মাঠে কাজ করছেন কৃষকরা। তীব্র গরম উপেক্ষা করেই জমি প্রস্তুত করা, বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ ও জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। তবে বন্যায় আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় চারা সংকটে রয়েছেন কৃষকরা। এতে আমন আবাদ নিশ্চিত করতে কৃষকদের অধিক মূল্যে চারা সংগ্রহ করতে হচ্ছে। সঠিকভাবে সরকারি সহযোগিতা পেলে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা কৃষকদের।

আরও পড়ুন: চিনির বিকল্প স্টিভিয়া চাষে সফল লালমনিরহাটের এক প্রকৌশলী

উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার কৃষক রবি উল্লাহ বলেন, বন্যায় ফসলি জমিতে যে পরিমাণে পানি জমেছিল ভেবেছিলাম এবার বুঝি আর আমন আবাদ করতে পারব না। তবে আল্লাহ আমাদের দিকে ফিরে তাকিয়েছেন, বন্যার পানি কমেছে। এখন আমরা আমন আবাদের জন্য জমি তৈরি করতে ও প্রস্তুতকৃত জমিতে আমন চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছি। জমিতে থাকা ফসল পচে ও বন্যার পানির সঙ্গে আশা নদীর পলির কারণে এবার আমনের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, এ বছর উপজেলায় ৫ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হবে। সম্প্রতি ভয়াবহ বন্যায় আমনের ক্ষেত ও আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চারার সংকট দেখা দিয়েছে। তবে আমন চারার সংকট উত্তরণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আশা করছি ধানের চারার সংকট আমন আবাদকে ব্যাহত করতে পারবে না।

এসি/ আই.কে.জে

কৃষক আমন ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

যাকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আসামি, দুই বছর পর সেই নারীকে পাওয়া গেল জীবিত!

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

আটক ফ্লোটিলার অধিকারকর্মীদের মুখের ওপর ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করলেন ইসরায়েলি মন্ত্রী

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

আপত্তিকর ভিডিও! গুগল-ইউটিউবের কাছে ৪ কোটি রুপি দাবি অভিষেক–ঐশ্বরিয়ার

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

দ্বিরাষ্ট্রীয় সমাধানের শর্তেই কেবল ট্রাম্পের গাজা প্রস্তাব মানতে প্রস্তুত রাশিয়া: পুতিন

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

Footer Up 970x250