ছবি: সংগৃহীত
বেচারা! কত আশা নিয়ে দিন গুনছিলেন। ব্রাজিল জাতীয় দলে ফিরবেন। খেলবেন সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের শেষ দুটি ম্যাচে। কিন্তু নেইমারের এই আশা এখন পণ্ড হওয়ার শঙ্কা। কারণও কেউ কেউ আন্দাজ করে নিতে পারেন। আগেও অনেকবার নেইমার দলে জায়গা পাননি চোটের কারণে। এবারও সেই একই কারণ!
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। এই ব্যথার কারণে পরের দিন আর ক্লাবের অনুশীলনে যোগ দিতে পারেননি।
বিষয়টি সান্তোসের তরফ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে। তবে এ বিষয়ে গ্লোবোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সিবিএফে। ব্রাজিল ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সান্তোসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচের জন্য সোমবার (২৫শে আগস্ট) স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ঠিক তার আগ মুহূর্তে চোটে পড়ায় আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়ল।
ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেছেন নেইমার। এই বিশ্বকাপ বাছাইয়েই উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে মারাত্মক এসিএল চোট পান ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। তারপর দুবার জাতীয় দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে নিজের নাম প্রত্যাহার করে নেন।
গত মে মাসে আনচেলত্তি ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর জুনের বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে স্কোয়াডে রাখেননি। তার সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটি নিয়েছিলেন আনচেলত্তি। নেইমারকে ভালোভাবে ফিটনেস ফেরে পেতে সময় দিয়েছিলেন তিনি। এবার যখন সব ঠিকঠাক, সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে নেইমার জাতীয় দলে যখন ফিরি ফিরি করছেন, ঠিক তখনই আবারও আঘাত হানল চোট।
খবরটি শেয়ার করুন