শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

ভূমির অপ্রতুলতা আমাদের প্রথম চ্যালেঞ্জ: ভূমি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাসস্থান পর্যন্ত সব ক্ষেত্রেই ভূমির প্রয়োজনীয়তা রয়েছে। 

তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট ভূমির মধ্যেই আমাদেরকে সবকিছু করতে হয়। ভূমির এই অস্বাভাবিক অপ্রতুলতাই আমাদের সর্বপ্রথম চ্যালেঞ্জ।’ 

আজ বুধবার (১৪ই জানুয়ারি) রাজধানী ঢাকার এক হোটেলে ‘বাংলাদেশে ভূমি অধিগ্রহণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অধিগ্রহণ কার্যক্রম ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ’— শীর্ষক এক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। ভূমি মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। 

ভূমি উপদেষ্টা বলেন, ‘আমরা এখনো দেখতে পাই, যেখানে ভূমির প্রয়োজন নেই সেখানেও ভূমি অধিগ্রহণ করে অন্য কাজে ব্যবহার করা হয়েছে। এই চ্যালেঞ্জগুলো বহুমাত্রিক।’

তিনি আরো বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হওয়ার যে কারণগুলো দেখানো হয় সেখানে বিরাট একটি অংশে দেখানো হয়েছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। ভূমি অধিগ্রহণের ফলে যার পূর্বপুরুষের সম্পত্তি চলে যাচ্ছে, সে-ই বুঝতে পারে যে তা মানসিকভাবে কতটা পীড়া দেয়।’

ভূমির অপচয়ের দিকটি তুলে ধরে তিনি আরো বলেন, ‘একটি সংস্থার কাছে ৬ হাজারের বেশি জমি অব্যবহৃত আছে।  রাস্তার পাশে একটি গেস্ট হাউজ করার জন্যে এক একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। একটু সুন্দর দেখানোর জন্য এতবড় জমি নেওয়া হয়েছিল।'

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভুটান ও বাংলাদেশে বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল এইচ. মার্টিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। 

‘বাংলাদেশে ভূমি অধিগ্রহণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অধিগ্রহণ কার্যক্রম ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ’—শীর্ষক জরিপের ফলাফল তুলে ধরেন সেন্টার ফর এনভায়ারমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর ড. হাফিজা খাতুন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

জে.এস/

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250