ছবি: সংগৃহীত
গেল ২৭শে আগস্ট শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন ভারতের রাজস্থানে কীর্তি সিং নামের এক ব্যক্তি। ওই মামলায় আদালতে স্বস্তি পেলেন দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, দুই তারকার বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
কীর্তি সিংয়ের অভিযোগ, প্রায় ২৩ লাখ ৯৭ হাজার রুপিতে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কেনেন তিনি। গাড়িটি কেনার পর থেকেই নানা সমস্যা দেখা দিচ্ছিল। বহুবার অভিযোগ জানানোর পরও কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি।
গাড়ি ইস্যুতে শাহরুখ ও দীপিকার নাম যুক্ত হওয়ার কারণ হল- শাহরুখ ও দীপিকা ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তি সিংহর অভিযোগ, তিনি মূলত শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলেন। তাই এই দুই তারকার বিরুদ্ধে মামলা করেন।
এনডিটিভি জানায়, এরপর রাজস্থান হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন জানান শাহরুখ ও দীপিকা। শাহরুখের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবল যুক্তি দেন, ‘বিজ্ঞাপন মানেই পণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া নয়।’ দীপিকার আইনজীবী মাধব মিত্রও একই কথা তুলে ধরেন, ‘তিনি কেবল ব্র্যান্ডের প্রচারে যুক্ত ছিলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা নেই।’
আইনজীবীরা আরও জানান, অভিযোগকারী প্রায় তিন বছর ধরে গাড়িটি ব্যবহার করেছেন এবং ৬৭ হাজার কিলোমিটারের বেশি চালিয়েছেন। যদি তার কোনো অভিযোগ থাকত, তবে তা ভোক্তা আদালতে জানানো উচিত ছিল।
বিচারপতি সুধেশ বংশাল বলেন, ‘মামলার কোনো বাস্তব ভিত্তি নেই। ফলে শাহরুখ, দীপিকা, কোম্পানির ছয় কর্মকর্তাসহ সবার বিরুদ্ধে মামলা স্থগিত করা হয়েছে।’
শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে কোম্পনিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ডিসেম্বর ২০২৩ থেকে অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন