ছবি: সংগৃহীত
সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন আমেরিকা ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে ব্রিটেন এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ এই প্রস্তাব নিয়ে কাজ করছে। এর লক্ষ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিশ্বের সেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং ডিজিটাল বিশেষজ্ঞদের ব্রিটেনে নিয়ে আসা।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ও ট্রেজারির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো শীর্ষস্থানীয় পেশাদারদের জন্য ভিসা ফি একেবারে শূন্য করে দেওয়া। একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা এমন লোকদের কথা বলছি, যারা বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা মর্যাদাপূর্ণ সম্মাননা জিতেছেন। আমরা খরচ শূন্য করে দেওয়ার বিষয়ে আলোচনা করছি।’
এই সংস্কার নিয়ে আলোচনা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এইচ-১বি ভিসার জন্য আবেদন ফি ১ লাখ আমেরিকান ডলার করার ঘোষণার আগেই শুরু হয়েছিল। তবে এই সিদ্ধান্তের পর ব্রিটেনের ভিসা ফি সংস্কারের পক্ষে থাকা কর্মকর্তারা আরও উৎসাহ পেয়েছেন। তাদের মতে, এটি নভেম্বরে আসন্ন বাজেটের আগে প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন