ছবি: ভিডিও থেকে নেওয়া
মঞ্চে নাচছিলেন একজন নৃত্যশিল্পী। এমন সময় হঠাৎই দর্শকাসন থেকে উঠে এসে তাকে জোর করে মঞ্চের নিচে টেনে নামিয়ে আনল একদল তরুণ। নিষেধ করার পরেও ছাড়ল না। কিছুক্ষণ পরে আয়োজকদের একজন এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পারেননি।
এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। ওই তরুণদের ও রকম দুঃসাহস হলো কী করে, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনেরা। কলকাতার আনন্দবাজার পত্রিকা এই সংবাদ প্রকাশ করেছে।
যদিও তারা বলছে, ভাইরাল সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ভারতের হলেও ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠান উপলক্ষে নৃত্যশিল্পীদের আনা হয়েছিল। চলছিল নৃত্য। মঞ্চে নাচছিলেন দুই তরুণী। দর্শক আসনে বসেছিলেন অনেক পুরুষ-নারী।
মঞ্চের সামনে কয়েক জন তরুণও নাচছিলেন গানের তালে তালে। এমন সময় দুই নৃত্যশিল্পীর মধ্যে একজন মঞ্চের সামনে এসে ভিড়ের দিকে হাত বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে তার হাত ধরে নেন ওই তরুণেরা। তাকে মঞ্চ থেকে টেনে নামিয়ে এনে ঘিরে ফেলেন। তাকে স্পর্শ করার চেষ্টা করেন।
ওই তরুণদের হাত থেকে কোনো মতে বেরিয়ে আসেন নৃত্যশিল্পী তরুণী। মঞ্চের সামনে যান কোনো মতে। তখন আয়োজক এক যুবক তার হাত ধরে টেনে মঞ্চে তোলার চেষ্টাও করেন। কিন্তু উল্টো দিক থেকে আবার তরুণীকে টানাটানি শুরু করে মত্ত তরুণের দল।
ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টোনি লেন’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি ভারতে ঘটেছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনেরা। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন।
নিন্দার ঝড় বয়ে গেছে সামাজিকমাধ্যম জুড়ে। নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন নারীকে ওই ভাবে টানাটানি করার এবং স্পর্শ করার দুঃসাহস কী করে দেখাতে পারে তরুণের দল? উপস্থিত জনতাই বা তাদের আটকাল না কেন? সেই প্রশ্ন তুলেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। একজন ভিডিওটি দেখার পর লিখেছেন, ‘এ কী ধরনের অসভ্যতা? নর্তকী বলে কি তাদের সম্মান নেই? দোষীদের শাস্তি দেওয়া হোক।’
খবরটি শেয়ার করুন