শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

শেষ সময়ে রং-তুলির আঁচড়ে সাজছে প্রতিমা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এরইমধ্যে প্রতিমা তৈরি কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। এখন চলছে রং-তুলির কাজ। এ কাজে মহাব্যস্ত সময় পার করছেন তারা।

ভোলার বিভিন্ন পূজা মণ্ডপে দেখা গেছে, আগামী ৯ই অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ভোলার সাত উপজেলার ১০৬টি পূজা মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এরইমধ্যে প্রতিমার মাটির কাজ শেষ করেছেন শিল্পীরা। এখন শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন তারা। রং-তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবি দুর্গার সৌন্দর্য।

মৃৎশিল্পী বিষ্ণু চন্দ্র পাল গণমাধ্যমকে  জানান, তিনি ও তার সঙ্গীরা মিলে এ বছর ১২টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ আরও আগেই শেষ হয়েছে। বর্তমানে তারা রং-তুলির কাজ করছেন। বিভিন্ন রং দিয়ে তারা প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। এতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করছেন। আগামী ৯ই অক্টোবরের আগেই তারা সব কাজ শেষ করবেন।

অনিল কুমার পাল ও নির্মল পাল জানান, তারা আগে প্রতিমা তৈরি করে ভালো টাকা আয় করতেন। কিন্তু বর্তমানে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন কিছুই থাকে না। প্রতিমা তৈরির কাজ ছাড়া অন্য কোনো কাজ জানেন না বলে এটিই করে যাচ্ছেন।

আরও পড়ুন: তিন মাস পর নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে : মাহফুজ আলম

এ বছর ভোলার সাত উপজেলায় ১০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ভোলা সদরে ২৭টি, বোরহানউদ্দিনে ২০টি, দৌলতখানে ৮টি, লালমোহনে ১৬টি, তজুমদ্দিনে ১৫টি, চরফ্যাশনে ৯টি ও মনপুরা উপজেলায় ১১টি মণ্ডপে পূজা হবে। বর্তমানে মণ্ডপগুলোতে রং, প্যান্ডেল এবং আলোকসজ্জার কাজ চলছে।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক গণমাধ্যমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও পূজা মণ্ডপগুলোর সিসি ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক পুলিশ মনিটরিং করবে। সবমিলে এ বছর সনাতন ধর্মাবলম্বীরা যাতে একটি সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য তারা কাজ করছে।

এসি/কেবি

রং-তুলির আঁচড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন