বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের নারী ও পুরুষ কর্মীরা ২০টি করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন: নয়ন *** ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান *** ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ *** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’

বোকার কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দি মারিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাধারণত অতীতে খেলে আসা কোন ক্লাবের বিপক্ষে গোল করে অনেক ফুটবলার উদ্‌যাপন করেন না। ফুটবল মাঠে এটা খুবই পরিচিত একটি দৃশ্য। খবর এএফপির।

গতকাল সোমবার (১৬ই জুন) রাতে বোকা জুনিয়র্সের সঙ্গে ২–২ গোলের ড্রয়ের পর গোল উদযাপন থেকে বিরত ছিলেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দিয়া মারিয়া। এমনকি হাত উঁচিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিও করেন তিনি।

এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে অনেকের মনে হতে পারে, অতীতে হয়তো বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন, কিন্তু দি মারিয়া কখনোই বোকার হয়ে খেলেননি। পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি আর্জেন্টাইন ক্লাবেই খেলেছেন তিনি—রোজারিও সেন্ট্রাল। এ ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে খেলেই ফুটবলে হাতেখড়ি দি মারিয়ার। ২০০৫ সালে এ ক্লাবের হয়ে পেশাদার ফুটবল শুরু।

গতকাল গোল করে বোকা জুনিয়র্সের কাছে ক্ষমা চেয়েছেন কিনা জানতে চাইলে দি মারিয়া বলেছেন, ‘না, না…আমি ওখানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। সবাই বলছে যে আমি ক্ষমা চাইছি। কিন্তু না, সেটা ক্ষমাপ্রার্থনা ছিল না।’

তবে বোকা জুনিয়র্স সমর্থকদের প্রতি দি মারিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘সেন্ট্রাল ছাড়া অপর সমর্থকেরাও যে আমাকে সমাদর করছেন, এটা সত্যিই ভালো লাগছে। আমি এখন আলাদা জার্সিতে আছি, কিন্তু তারপরও সমর্থকেরা আমাকে সমর্থন দিয়েছেন এবং এ জন্য আমি কৃতজ্ঞ।’

আরএইচ/

দি মারিয়া বোকা জুনিয়র্স ক্লাব ফুটবল রোজারিও সেন্ট্রাল ফুটবল ক্লাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250